দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

- আপডেট: ০১:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুমান সূচকে আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ২৪৫ স্কোর নিয়ে শীর্ষে উঠে আসে ঢাকা।
একই সময়ে ২২১ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় স্থানে এবং ১৮৭ স্কোর নিয়ে চীনের বেইজিং তৃতীয় স্থানে ছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বায়ুমানে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, যা সংশ্লিষ্ট শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হলো- বাতাসে ভাসমান অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
আরও পড়ুন: আবারও করোনায় আক্রান্ত পলক
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
ঢাকা/এসএম