বান্দরবানের বলিপাড়া বাজারে আগুন

- আপডেট: ১০:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
বান্দরবানের থানচির বলিবাজারে আগুনে পুড়েছে ৭৫টি দোকান। বুধবার (২২ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগে। তিন ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, ভোরে বলিবাজারের নীলগিরি রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় অন্তত ৭৫টি দোকান পুড়ে গেছে। পরে দমকল বাহিনীর দুইটি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
থানচি ফায়ার সার্ভিসের লিডার পেরার মোহাম্মদ জানান, আগুন নিয়ন্ত্রণে। ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।
বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, আগুনে প্রায় ৭৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকার বেশি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন ছাত্রলীগ নেতা সনজিত
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। হতাহতের ঘটনা ঘটেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
ঢাকা/এসএম