ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে চার হাজার কোটি টাকা

- আপডেট: ০৫:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১০৬৭৭ বার দেখা হয়েছে
দেশে বর্তমান সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের জনপ্রিয়তা দিন বাড়ছে। কম্পিউটার ও মোবাইল অ্যাপ ব্যবহার এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সহজ হয়েছে। চলতি বছরের মার্চে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৩৩ হাজার ৫৫৭ কোটি টাকা। এর আগের মাসে লেনদেন হয়েছিলো ২৯ হাজার ৩৮৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৪ হাজার ১৭২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই -ডিসেম্বর) ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৫১৬ কোটি টাকা। মার্চ মাসে লেনদেন হয়েছে ৩৩ হাজার ৫৫৭ কোটি টাকা। ২০২২ সালের মার্চে লেনদেনের পরিমাণ ছিলো ২৩ হাজার ১৪০ কোটি টাকা। তারও আগের বছর ২০২১ সালের মার্চে লেনদেন হয়েছিলো ১০ হাজার ৩৭১ কোটি টাকা।
ইন্টারনেট ব্যাংকিং সাধারণত অনলাইন ব্যাংকিং নামে অধিক পরিচিত। এর মাধ্যমে গ্রাহকরা আর্থিক লেনদেন ও বিল পেমেন্টসহ নানা ধরনের পরিষেবা সহজেই পান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ২ দশক আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং চালু করে। তখন থেকেই দ্রুত গতিতে এটি দেশব্যাপী বহুল প্রচলিত হতে শুরু করে।
আরও পড়ুন: বেসরকারি শিল্পখাতে সিআইপি সম্মাননা পাচ্ছেন ৪৪ ব্যক্তি
এদিকে করোনার সময়ে অনলাইন ব্যাংকিংয়ের ব্যবহার বিপুল পরিমাণে বেড়েছিলো। কারণ, এর মাধ্যমে বাইরে যাওয়ার ঝুঁকি এড়িয়ে গ্রাহকরা ঘরে বসে সহজেই কাজ সারতে পারেন। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেই আর্থিক লেনদেন করতে আগ্রহী হওয়ায় চলতি বছরের মার্চ শেষে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ১০ হাজার ৪২৩ জনে। ২০২২ সালে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা গ্রাহকের সংখ্যা ছিলো ৪৮ লাখ ২৬ হাজার ৫৫১ জন।
ঢাকা/টিএ