০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

ভারতীয় পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুরে গিয়ে ধরা, আটক ২ বাংলাদেশি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ৪১৯১ বার দেখা হয়েছে

প্রতীকী ছবি

ভারতীয় ভিসা নিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমালেও শেষ রক্ষা হলো না দুই বাংলাদেশি নাগরিকের। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয় এবং পরে ভারতে আটক করা হয় তাদের।

পরে ভারতীয় পুলিশ ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করে। শনিবার (৮ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা বৈধ ভারতীয় ভিসা নিয়ে সিঙ্গাপুরে যাওয়া দুই বাংলাদেশি নাগরিককে ধরে ফেলেন। পরে ভারতীয় কর্তৃপক্ষকে সতর্ক করে ওই দুই বাংলাদেশিকে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত পাঠান অভিবাসন কর্মকর্তারা।

দ্য হিন্দু বলছে, অভিযুক্ত ওই দুই বাংলাদেশি নাগরিকের নাম লিয়াকত আলী এবং রিজাউল শেখ। পরে শুক্রবার ফ্লাইটটি বেঙ্গালুরুতে অবতরণ করার সাথে সাথে কেম্পেগৌড়া বিমানবন্দরের কর্মকর্তারা তাদেরকে আটক করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুই বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আসেন এবং এজেন্টের মাধ্যমে অবৈধ উপায়ে ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নেন। অবশ্য এর আগে তারা ভারতের একাধিক মেট্রো শহরে অবস্থান করেন।

আরও পড়ুন: বাল্কহেড চলাচল বন্ধ থাকবে ১১ দিন

এছাড়া লিয়াকত আলী এবং রিজাউল শেখ নামে এই দুই আসামি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করার আগে একজন এজেন্টের সাহায্যে জাল পরিচয়পত্রের মাধ্যমে বৈধ আইডি কার্ড পেয়েছিলেন।

আটকের পর পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে। এছাড়া আরও তদন্তের জন্য ওই দু’জনকে হেফাজতেও নিয়েছে পুলিশ।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ভারতীয় পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুরে গিয়ে ধরা, আটক ২ বাংলাদেশি

আপডেট: ০২:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

ভারতীয় ভিসা নিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমালেও শেষ রক্ষা হলো না দুই বাংলাদেশি নাগরিকের। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয় এবং পরে ভারতে আটক করা হয় তাদের।

পরে ভারতীয় পুলিশ ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করে। শনিবার (৮ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা বৈধ ভারতীয় ভিসা নিয়ে সিঙ্গাপুরে যাওয়া দুই বাংলাদেশি নাগরিককে ধরে ফেলেন। পরে ভারতীয় কর্তৃপক্ষকে সতর্ক করে ওই দুই বাংলাদেশিকে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত পাঠান অভিবাসন কর্মকর্তারা।

দ্য হিন্দু বলছে, অভিযুক্ত ওই দুই বাংলাদেশি নাগরিকের নাম লিয়াকত আলী এবং রিজাউল শেখ। পরে শুক্রবার ফ্লাইটটি বেঙ্গালুরুতে অবতরণ করার সাথে সাথে কেম্পেগৌড়া বিমানবন্দরের কর্মকর্তারা তাদেরকে আটক করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুই বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আসেন এবং এজেন্টের মাধ্যমে অবৈধ উপায়ে ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নেন। অবশ্য এর আগে তারা ভারতের একাধিক মেট্রো শহরে অবস্থান করেন।

আরও পড়ুন: বাল্কহেড চলাচল বন্ধ থাকবে ১১ দিন

এছাড়া লিয়াকত আলী এবং রিজাউল শেখ নামে এই দুই আসামি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করার আগে একজন এজেন্টের সাহায্যে জাল পরিচয়পত্রের মাধ্যমে বৈধ আইডি কার্ড পেয়েছিলেন।

আটকের পর পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে। এছাড়া আরও তদন্তের জন্য ওই দু’জনকে হেফাজতেও নিয়েছে পুলিশ।

ঢাকা/এসএম