অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো

- আপডেট: ০৭:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ১০২৯৩ বার দেখা হয়েছে
ঈদুল আজহার দীর্ঘ ছুটি বিবেচনায় নিয়ে মে মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ১৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও ঈদের ১০ দিনের ছুটি থাকায় সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার (২৯ মে) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ বিষয়ে বলেন, মে ২০২৫ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ জুনের পরিবর্তে ১৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: বাজেট পেশ ২ জুন, কীভাবে হবে উপস্থাপন?
বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ হার্ড কপি জমা দেয়। সব মিলিয়ে প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে বলে জানা গেছে।
ঢাকা/এসএইচ