অনলাইন আইপিও আবেদন ব্যবস্থার পাইলট টেস্ট সম্পন্ন করলো বিএসইসি

- আপডেট: ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১০৪৬৭ বার দেখা হয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিজিটাল পুঁজিবাজার গঠনের লক্ষ্যে চালু করা নবউদ্ভাবিত অনলাইন আইপিও আবেদন ব্যবস্থা নিয়ে একটি পাইলট টেস্টিং ও প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন করেছে। ২০২৫ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত এই সেশনে অংশগ্রহণ করেন দেশের দুই স্টক এক্সচেঞ্জ, ৬০টি মার্চেন্ট ব্যাংক এবং বিএসইসির বিভিন্ন বিভাগের মোট ১১৯ জন প্রতিনিধি। আজ রবিবার (২৭ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিএসইসির উপপরিচালক গৌর চন্দ সরকার বলেন, “এই ডিজিটাল উদ্যোগ পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, গতিশীল ও বিনিয়োগবান্ধব করে তুলবে।”
তিনি অনলাইন আবেদন ব্যবস্থার পেছনের পরিকল্পনা ও কৌশলগত লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান ট্যাপওয়্যার সল্যুশনস লিমিটেড-এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মোহাম্মদ কামরুজ্জামান নিতন নতুন আইপিও আবেদন সিস্টেমের বৈশিষ্ট্য ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন। তার টিমের সহযোগিতায় পরবর্তী পর্বে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি সিস্টেম ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে ২ জন করে, ৬০টি মার্চেন্ট ব্যাংক থেকে ১০৬ জন, বিএসইসির ক্যাপিটাল ইস্যু বিভাগ থেকে ৫ জন এবং এমআইএস বিভাগ থেকে ৪ জন অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ‘পুঁজিবাজারের আসতে আগ্রহী আশুগঞ্জ পাওয়ার স্টেশন’
সেশনের শেষে নেটওয়ার্কিং লাঞ্চ এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করেন পরিচালক রাজিব আহমেদ এবং অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেন, যেখানে অংশগ্রহণকারীদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নতুন সিস্টেমের বিশ্বাসযোগ্যতা আরও দৃঢ় করা হয়।
পুরো অনুষ্ঠানটি সহকারী পরিচালক নিলয় কর্মকারের সুসমন্বয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিএসইসি সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের জন্য সকল অংশীজনকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছে, কমিশন ভবিষ্যতেও ডিজিটাল উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা/এসএইচ