১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

অপ্রয়োজনীয় প্রকল্প নয়, চাই জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

নীতিমালা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে জনগণের কথা বিবেচনা করে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প নেয়া হতো উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, মানুষের জন্য প্রয়োজন এমন প্রকল্পই গ্রহণ করা দরকার। যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়। এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না।

আরও পড়ুন: ১০ মাসে রাজস্বে ঘাটতি ৭১ হাজার কোটি টাকার বেশি

এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটের দিকে গুরুত্ব দিতে হবে জানিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু সংখ্যার ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন এবং সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নিতে হবে। তবেই আশানুরূপ ফল পাওয়া যাবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

অপ্রয়োজনীয় প্রকল্প নয়, চাই জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা

আপডেট: ১২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

নীতিমালা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে জনগণের কথা বিবেচনা করে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প নেয়া হতো উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, মানুষের জন্য প্রয়োজন এমন প্রকল্পই গ্রহণ করা দরকার। যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়। এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না।

আরও পড়ুন: ১০ মাসে রাজস্বে ঘাটতি ৭১ হাজার কোটি টাকার বেশি

এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটের দিকে গুরুত্ব দিতে হবে জানিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু সংখ্যার ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন এবং সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নিতে হবে। তবেই আশানুরূপ ফল পাওয়া যাবে।

ঢাকা/এসএইচ