০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

অবশেষে ভারত ছাড়ল ট্রুডো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪১৯ বার দেখা হয়েছে

ভারতে আয়োজিত অর্থনৈতিক জোট জি-২০ সম্মেলন শেষে বিড়ম্বনায় পড়েন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সব বিশ্বনেতারা ভারত ছেড়ে গেলেও নিজস্ব উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন নয়াদিল্লিতেই অবস্থান করতে হয় তাকে। বিকল্প উড়োজাহাজ আসার কথা জানা গেলেও পরে ক্রুটি সারিয়ে উড্ডয়ন উপযোগী ঘোষণা করা হয় ট্রুডোর চাটার্ড বিমানটিকে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় কানাডার উদ্দেশে ভারত ছাড়েন ট্রুডো। বিষয়টি নিশ্চিত করেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর হিন্দুস্তান টাইমস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে, দুপুর ১২টা ৪৫ মিনিটে জাস্টিন ট্রুডোর প্রেস সেক্রেটারি মোহাম্মদ হুসাইন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এয়ারবাসটির যান্ত্রিক গোলযোগ সারানো হয়েছে। উড়োজাহাজটিকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়েছে। এর আগে, ডয়েচে ভেলের প্রতিবেদনে জানা যায়, কানাডা থেকে বিকল্প বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। তা দিয়ে বিমান সারাবার চেষ্টা হবে বলে সরকারি কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকা পড়েছেন। বিমান সারাতে অসুবিধা হলে বিকল্প বিমানেই দেশে ফিরবেন তিনি।

আরও পড়ুন: মার্কিন হুঁশিয়ারি মাথায় নিয়ে রাশিয়ায় পৌঁছালেন কিম

সংবাদসংস্থা এএফপিকে দিল্লিতে কানাডার দূতাবাসের তরফ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল কানাডার বিমানবাহিনী করে। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, সেটি রাতারাতি সারানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন। ট্রুডোর অফিস বলেছে, খুব সম্ভবত মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

অবশেষে ভারত ছাড়ল ট্রুডো

আপডেট: ০৫:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

ভারতে আয়োজিত অর্থনৈতিক জোট জি-২০ সম্মেলন শেষে বিড়ম্বনায় পড়েন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সব বিশ্বনেতারা ভারত ছেড়ে গেলেও নিজস্ব উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন নয়াদিল্লিতেই অবস্থান করতে হয় তাকে। বিকল্প উড়োজাহাজ আসার কথা জানা গেলেও পরে ক্রুটি সারিয়ে উড্ডয়ন উপযোগী ঘোষণা করা হয় ট্রুডোর চাটার্ড বিমানটিকে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় কানাডার উদ্দেশে ভারত ছাড়েন ট্রুডো। বিষয়টি নিশ্চিত করেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর হিন্দুস্তান টাইমস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে, দুপুর ১২টা ৪৫ মিনিটে জাস্টিন ট্রুডোর প্রেস সেক্রেটারি মোহাম্মদ হুসাইন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এয়ারবাসটির যান্ত্রিক গোলযোগ সারানো হয়েছে। উড়োজাহাজটিকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়েছে। এর আগে, ডয়েচে ভেলের প্রতিবেদনে জানা যায়, কানাডা থেকে বিকল্প বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। তা দিয়ে বিমান সারাবার চেষ্টা হবে বলে সরকারি কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকা পড়েছেন। বিমান সারাতে অসুবিধা হলে বিকল্প বিমানেই দেশে ফিরবেন তিনি।

আরও পড়ুন: মার্কিন হুঁশিয়ারি মাথায় নিয়ে রাশিয়ায় পৌঁছালেন কিম

সংবাদসংস্থা এএফপিকে দিল্লিতে কানাডার দূতাবাসের তরফ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল কানাডার বিমানবাহিনী করে। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, সেটি রাতারাতি সারানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন। ট্রুডোর অফিস বলেছে, খুব সম্ভবত মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন।

ঢাকা/এসএম