০৬:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

অবসর নিচ্ছেন মরগ্যান, নতুন অধিনায়ক হবেন বাটলার!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ৪১২২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: একে তো ফর্ম নেই, তার ওপর ফিটনেসেও ঘাটতি। সবমিলিয়ে জাতীয় দলে জায়গা ধরে রাখাই মুশকিল হয়ে পড়েছে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগ্যানের। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এ বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন মরগ্যান- এমনটাই জানাচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নতুন অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার কিংবা মঈন আলির অধিক সম্ভাবনার কথা লিখেছে তারা।

সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই ০ রানে আউট হন মরগ্যান। পরে গত বুধবার তৃতীয় ম্যাচের একাদশেই দেখা যায়নি তাকে। তখন ভারপ্রাপ্ত অধিনায়ক বাটলার জানান, কুঁচকির পুরোনো চোট ফিরে আসায় খেলতে পারছেন না মরগ্যান।

কিন্তু ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো তখন জানায়, মূলত বাদই দেওয়া হয়েছে মরগ্যানকে। কারণ হিসেবে স্রেফ কুঁচকির চোটের কথা বলা হয়েছে। এই সন্দেহ আরও জোরালো হয়, শনিবার মরগ্যান একটি কর্পোরেট ম্যাচে খেলতে নামলে। অবশ্য মঙ্গলবারের একটি ম্যাচ থেকে তিনি নিজের নাম সরিয়ে নিয়েছেন।

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ১৫ ওয়ানডেতে মাত্র ৩২ গড়ে ৩৫৩ রান করেছেন মরগ্যান। ফিফটি ও সেঞ্চুরি করতে পেরেছেন একবার করে। এছাড়া টি-টোয়েন্টিতে এ সময়ের মধ্যে খেলা ৩২ ম্যাচে চার ফিফটির সাহায্যে ২৮ গড়ে করেছেন ৬৪৮ রান।

মরগ্যানের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে বাটলারের দিকেই জোর দেওয়া হচ্ছে বেশি। ২০১৫ সাল থেকে মরগ্যানের ডেপুটি হিসেবে রয়েছেন বাটলার। এরই মধ্যে ১৩টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ফর্মও কথা বলছে বাটলারের পক্ষে।

নতুন অধিনায়ক যে-ই হোক না কেন, ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অমর হয়েই থাকবেন মরগ্যান। কেননা তার অধীনেই যে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। ২০১৫ সালের বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে চার বছরের মধ্যেই দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মরগ্যান।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

অবসর নিচ্ছেন মরগ্যান, নতুন অধিনায়ক হবেন বাটলার!

আপডেট: ০৪:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: একে তো ফর্ম নেই, তার ওপর ফিটনেসেও ঘাটতি। সবমিলিয়ে জাতীয় দলে জায়গা ধরে রাখাই মুশকিল হয়ে পড়েছে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগ্যানের। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এ বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন মরগ্যান- এমনটাই জানাচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নতুন অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার কিংবা মঈন আলির অধিক সম্ভাবনার কথা লিখেছে তারা।

সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই ০ রানে আউট হন মরগ্যান। পরে গত বুধবার তৃতীয় ম্যাচের একাদশেই দেখা যায়নি তাকে। তখন ভারপ্রাপ্ত অধিনায়ক বাটলার জানান, কুঁচকির পুরোনো চোট ফিরে আসায় খেলতে পারছেন না মরগ্যান।

কিন্তু ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো তখন জানায়, মূলত বাদই দেওয়া হয়েছে মরগ্যানকে। কারণ হিসেবে স্রেফ কুঁচকির চোটের কথা বলা হয়েছে। এই সন্দেহ আরও জোরালো হয়, শনিবার মরগ্যান একটি কর্পোরেট ম্যাচে খেলতে নামলে। অবশ্য মঙ্গলবারের একটি ম্যাচ থেকে তিনি নিজের নাম সরিয়ে নিয়েছেন।

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ১৫ ওয়ানডেতে মাত্র ৩২ গড়ে ৩৫৩ রান করেছেন মরগ্যান। ফিফটি ও সেঞ্চুরি করতে পেরেছেন একবার করে। এছাড়া টি-টোয়েন্টিতে এ সময়ের মধ্যে খেলা ৩২ ম্যাচে চার ফিফটির সাহায্যে ২৮ গড়ে করেছেন ৬৪৮ রান।

মরগ্যানের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে বাটলারের দিকেই জোর দেওয়া হচ্ছে বেশি। ২০১৫ সাল থেকে মরগ্যানের ডেপুটি হিসেবে রয়েছেন বাটলার। এরই মধ্যে ১৩টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ফর্মও কথা বলছে বাটলারের পক্ষে।

নতুন অধিনায়ক যে-ই হোক না কেন, ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অমর হয়েই থাকবেন মরগ্যান। কেননা তার অধীনেই যে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। ২০১৫ সালের বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে চার বছরের মধ্যেই দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মরগ্যান।

ঢাকা/টিএ