শনিবার সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি: জ্বালানি উপদেষ্টা

- আপডেট: ০১:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১০৩৫৩ বার দেখা হয়েছে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সব এলাকাতেই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগে তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি বড় পরিসরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে: রিজওয়ানা
তিনি আরও বলেন, ‘শিল্প মালিকরা গ্যাস সংকটের যে অভিযোগ তুলেছেন, পরিদর্শনে এসে তার কিছুটা সত্যতা পাওয়া গেছে। আমরা বিষয়টি এডজাস্ট করার চেষ্টা করছি। গার্গোতে করে এলএনজি আসছে, কিন্তু সমুদ্রে অনুকূল আবহাওয়া না থাকায় স্টকিং করা যায়নি। তবে আমরা আশা করছি, আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিষয়টি মনিটর করবো।’
ঢাকা/এসএইচ