অভিযোগ পেলে সোহাগের বিরুদ্ধে তদন্ত করবে দুদক

- আপডেট: ০৫:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১০৪৬৫ বার দেখা হয়েছে
আর্থিক জালিয়াতির কারণে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে শুক্রবার দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি জরিমানা করেছে প্রায় ১২ লাখ টাকা। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোনো ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাপোর্টে নির্বাহী কমিটির সদস্যদের মতকে তোয়াক্কা না করে নিজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সোহাগ। অর্থের অভাবে মেয়েদের মিয়ানমার সফর বাতিলের পেছনে সোহাগের হাত ছিল সবচেয়ে বেশি।
তার একক সিদ্ধান্তে সাবিনাদের মিয়ানমার সফরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৯২ লাখ টাকার বাজেট দিয়েছে বাফুফে; যা নিয়ে ওঠে নানা প্রশ্ন। অর্থ না পাওয়ায় সোহাগ সরাসরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওপরে দায় চাপিয়েছেন। এ নিয়ে তার ওপর ক্ষুব্ধ হন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তার পদত্যাগের দাবিও ওঠে।
গণমাধ্যমে সোহাগের বিষয়ে তদন্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তবে তার আগে সরকার কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সুদানে সেনাবাহিনী-প্যারামিলিটারি সংঘাতে নিহত ৫৬
খুরশীদ আলম খান আরও বলেন, বাফুফে সভাপতি তার (আবু নাঈমের সোহাগের) পক্ষ নিয়ে সঠিক কাজ করেন নাই সরকারের উচিৎ স্বাধীন তদন্ত করা।
বাফুফের আর্থিক কর্মকাণ্ড নিয়ে ফিফার আপত্তি এবং সোহাগের নিষেধাজ্ঞায় দেশের ফুটবলে নেমে এসেছে কালো মেঘ। অনেকেই এটাকে ফুটবলের জন্য বড় লজ্জা বলে মনে করছেন– এমন প্রশ্ন শুনে বাফুফে সভাপতি সালাউদ্দিনের জবাব, ‘থ্যাঙ্ক ইউ’।
ঢাকা/এসএম