০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

অর্থনীতিতে আরও দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ৪২৬৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক লিগের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় (ডব্লিউইএলটি) দুই ধাপ এগিয়ে এখন ৩৪তম। বর্তমানে দেশের জিডিপির আকার হিসাব করা হয়েছে ৪২ হাজার ৯০০ কোটি ডলার। ২০৩৭ সালের মধ্যে আরও ১৪ ধাপ এগিয়ে যাবে দেশটি। একইসঙ্গে ১৯২টি দেশের মধ্যে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে আরও বলা হয়, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশের জিডিপির আকার ১ লাখ ৬২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

একইসঙ্গে আগামী বছর অর্থনৈতিক মন্দার পূর্বাভাসও দিয়েছে সিইবিআর।

এর আগে ২০২১ সালে ডব্লিউইএলটি তালিকায় ৩৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।

আরও পড়ুন: উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে: এফবিসিসিআই

সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডব্লিউইএলটি তালিকায় বাংলাদেশের অবস্থান ধারাবাহিকভাবে উন্নতি হবে। ২০২৩ সালে ৩৫তম, ২০২৭ সালে ২৬তম, ২০৩২ সালে ২৪তম ও ২০৩৭ সালে ২০তম অর্থনীতির দেশে পরিণত হতে পারে।

বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার চীন ও জাপান।

এদিকে বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দক্ষিণ এশিয়া মধ্যে শীর্ষে রয়েছে ভারত। এরপর যথাক্রমে পাকিস্তান বিশ্বের ৪৩তম, শ্রীলঙ্কা ৭৫তম, নেপাল ১০১তম, মালদ্বীপ ১৫২তম ও ভুটান ১৬৪তম অবস্থানে রয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

অর্থনীতিতে আরও দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট: ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক লিগের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় (ডব্লিউইএলটি) দুই ধাপ এগিয়ে এখন ৩৪তম। বর্তমানে দেশের জিডিপির আকার হিসাব করা হয়েছে ৪২ হাজার ৯০০ কোটি ডলার। ২০৩৭ সালের মধ্যে আরও ১৪ ধাপ এগিয়ে যাবে দেশটি। একইসঙ্গে ১৯২টি দেশের মধ্যে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে আরও বলা হয়, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশের জিডিপির আকার ১ লাখ ৬২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

একইসঙ্গে আগামী বছর অর্থনৈতিক মন্দার পূর্বাভাসও দিয়েছে সিইবিআর।

এর আগে ২০২১ সালে ডব্লিউইএলটি তালিকায় ৩৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।

আরও পড়ুন: উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে: এফবিসিসিআই

সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডব্লিউইএলটি তালিকায় বাংলাদেশের অবস্থান ধারাবাহিকভাবে উন্নতি হবে। ২০২৩ সালে ৩৫তম, ২০২৭ সালে ২৬তম, ২০৩২ সালে ২৪তম ও ২০৩৭ সালে ২০তম অর্থনীতির দেশে পরিণত হতে পারে।

বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার চীন ও জাপান।

এদিকে বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দক্ষিণ এশিয়া মধ্যে শীর্ষে রয়েছে ভারত। এরপর যথাক্রমে পাকিস্তান বিশ্বের ৪৩তম, শ্রীলঙ্কা ৭৫তম, নেপাল ১০১তম, মালদ্বীপ ১৫২তম ও ভুটান ১৬৪তম অবস্থানে রয়েছে।

ঢাকা/টিএ