০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪

অস্কার ২০২১: মনোনয়ন তালিকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • / ৪১৬০ বার দেখা হয়েছে

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের মনোনয়ন প্রকাশ পেয়েছে। ১৫ মার্চ (সোমবার) লন্ডন থেকে এই তালিকা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আয়োজনের সভাপতি ডেভিড রুবেন যুক্তরাষ্ট্র থেকে তাদের সংযুক্ত করে দেন।

২৩ বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২০ এপ্রিল পর্যন্ত সদস্যরা ভোট দিয়ে বিজয়ী তালিকা চূড়ান্ত করবেন। 

২৫ এপ্রিল হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কার। যেখানে বিশ্বের নামজাদা তারকারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই অনুষ্ঠান।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

এবারের আসরে অস্কারের উল্লেখযোগ্য মনোনয়ন তালিকা:

সেরা সিনেমা– নোম্যাডল্যান্ড, মিনারি, প্রমিসিং ইয়াং ওম্যান, দ্য ফাদার, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া, ম্যাঙ্ক, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন, সাউন্ড অব মেটাল।

সেরা অভিনেতা– চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম), রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ান (মিনারি)অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)। 

সেরা অভিনেত্রী– ভ্যানেসা কার্বি (পিসেস অব অ্যা ওম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড), ভায়োলা ডেভিস (মা রেইনি’স ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ক্যারি মালিগ্যান (প্রমিসিং ইয়াং ওম্যান)।

সেরা পরিচালক– লি আইজ্যাক চাঙ (মিনারি), ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড), টমাস ভিন্টারবার্গ (অ্যানাদার রাউন্ড), ডেভিড ফিঞ্চার (ম্যাঙ্ক),  এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং ওম্যান)।

সেরা পার্শ্ব অভিনেতা– পল রাসি (সাউন্ড অব মেটাল), লেজলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি), সাশা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া), লাকিথ স্ট্যানফিল্ড (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা পার্শ্ব অভিনেত্রী– আমান্ডা সাইফ্রায়েড (ম্যাঙ্ক), ইয়া-জাঙ উন (মিনারি), মারিয়া বাকালোভা (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম), গ্লেন ক্লোজ (হিলবিলি এলিজি), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার)।

সেরা অ্যানিমেটেড সিনেমা– অ্যা শন দ্য শিপ মুভি: ফার্মাগেডন, সৌল, উলফওয়াকার্স, অনওয়ার্ড, ওভার দ্য মুন।

সেরা আন্তর্জাতিক সিনেমা– কু ভাদিস, আইদা? (বসনিয়া ও হার্জেগোভিনা), অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), কালেক্টিভ (রোমানিয়া), বেটার ডেজ (হংকং), দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (তিউনিসিয়া)।

বিজনেসজার্নাল/ঢাকা/আরটি

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

অস্কার ২০২১: মনোনয়ন তালিকা

আপডেট: ০৬:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের মনোনয়ন প্রকাশ পেয়েছে। ১৫ মার্চ (সোমবার) লন্ডন থেকে এই তালিকা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আয়োজনের সভাপতি ডেভিড রুবেন যুক্তরাষ্ট্র থেকে তাদের সংযুক্ত করে দেন।

২৩ বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২০ এপ্রিল পর্যন্ত সদস্যরা ভোট দিয়ে বিজয়ী তালিকা চূড়ান্ত করবেন। 

২৫ এপ্রিল হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কার। যেখানে বিশ্বের নামজাদা তারকারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই অনুষ্ঠান।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

এবারের আসরে অস্কারের উল্লেখযোগ্য মনোনয়ন তালিকা:

সেরা সিনেমা– নোম্যাডল্যান্ড, মিনারি, প্রমিসিং ইয়াং ওম্যান, দ্য ফাদার, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া, ম্যাঙ্ক, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন, সাউন্ড অব মেটাল।

সেরা অভিনেতা– চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম), রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ান (মিনারি)অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)। 

সেরা অভিনেত্রী– ভ্যানেসা কার্বি (পিসেস অব অ্যা ওম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড), ভায়োলা ডেভিস (মা রেইনি’স ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ক্যারি মালিগ্যান (প্রমিসিং ইয়াং ওম্যান)।

সেরা পরিচালক– লি আইজ্যাক চাঙ (মিনারি), ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড), টমাস ভিন্টারবার্গ (অ্যানাদার রাউন্ড), ডেভিড ফিঞ্চার (ম্যাঙ্ক),  এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং ওম্যান)।

সেরা পার্শ্ব অভিনেতা– পল রাসি (সাউন্ড অব মেটাল), লেজলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি), সাশা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া), লাকিথ স্ট্যানফিল্ড (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা পার্শ্ব অভিনেত্রী– আমান্ডা সাইফ্রায়েড (ম্যাঙ্ক), ইয়া-জাঙ উন (মিনারি), মারিয়া বাকালোভা (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম), গ্লেন ক্লোজ (হিলবিলি এলিজি), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার)।

সেরা অ্যানিমেটেড সিনেমা– অ্যা শন দ্য শিপ মুভি: ফার্মাগেডন, সৌল, উলফওয়াকার্স, অনওয়ার্ড, ওভার দ্য মুন।

সেরা আন্তর্জাতিক সিনেমা– কু ভাদিস, আইদা? (বসনিয়া ও হার্জেগোভিনা), অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), কালেক্টিভ (রোমানিয়া), বেটার ডেজ (হংকং), দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (তিউনিসিয়া)।

বিজনেসজার্নাল/ঢাকা/আরটি

আরও পড়ুন: