অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানে না হিমাদ্রি
- আপডেট: ১২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১০৫২১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৮ আগস্ট সিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।
আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ট্রাস্ট ব্যাংক
বাজার পরযবেক্ষণে দেখা যায়, গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯৭৮.২০ টাকায়। আর ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৫৭৫.২০ টাকায়। অর্থাৎ এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫৭৯ টাকা বা ৬১.০৩ শতাংশ বেড়েছে।
ঢাকা/এমএ



































