১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

অ্যাপল ওয়াচের বিক্রি বৃদ্ধি পেয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • / ৪১৩৮ বার দেখা হয়েছে

অ্যাপল ওয়াচ সিরিজের ক্ষেত্রে সংস্থাটি নতুন রেকর্ড দেখেছে। বিশ্লেষক সংস্থা আইডিসির তথ্যে দেখা গেছে, অ্যাপল ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে রেকর্ড সংখ্যক অ্যাপল ওয়াচ বিক্রি করেন। টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা যায়।

আইডিসির তথ্যে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপল ওয়াচ বিশ্বজুড়ে হাতে পরা ডিভাইস বাজারের ২১ দশমিক ৬ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে চীনা ব্র্যান্ড শাওমি ২৪ দশমিক ৫ শতাংশ বাজার দখলে নিয়ে শীর্ষে রয়েছে। হাতে পরিধেয় ডিভাইসের মধ্যে উন্নতমানের স্মার্টওয়াচ থেকে বেসিক ফিটনেস ট্র্যাকার পর্যন্ত সব রয়েছে। আইডিসি ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি ওয়্যারেবল ডিভাইস ট্যাকারের নতুন তথ্য অনুযায়ী, অ্যাপল ওয়াচের সরবরাহ ১ কোটি ১৮ লাখে পৌঁছেছে। যেখানে গত বছরের একই প্রান্তিকে সংস্থাটি ৬৮ লাখ ইউনিটি বিক্রি করেছিল। এ হিসাবে অ্যাপল ওয়াচ ৭৫ শতাংশ প্রবৃদ্ধির রেকর্ড করেছে।

 তবে সামগ্রিক পরিধেয় বাজারের ক্ষেত্রে এয়ারপডস ও এয়ারপডস প্রোসহ ৪ কোটি ১৪ লাখ ডিভাইস সরবরাহ করে বাজারটির নেতৃত্ব দিয়েছে। এটি গত বছরের একই প্রান্তিকে ২ কোটি ৯৮ লাখ ডিভাইসের থেকে অনেক বেশি। এক্ষেত্রে সংস্থাটির বার্ষিক প্রবৃদ্ধি ৩৮ দশমিক ৬ শতাংশ।উল্লেখ্য , মহামারীতে চাহিদা বৃদ্ধির কারণে অ্যাপল ওয়াচের পাশাপাশি এয়ারপডসগুলো ব্যাপক জনপ্রিয় ছিল। অ্যাপলের প্রসারিত ওয়াচ লাইনআপ নিশ্চিত করেছে, নতুন মিড লেভেলের পণ্য ওয়াচ এসইসহ সংস্থাটি বিভিন্ন দামের ডিভাইস বাজারে ছেড়েছিল।

শেয়ার করুন

x

অ্যাপল ওয়াচের বিক্রি বৃদ্ধি পেয়েছে

আপডেট: ০২:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

অ্যাপল ওয়াচ সিরিজের ক্ষেত্রে সংস্থাটি নতুন রেকর্ড দেখেছে। বিশ্লেষক সংস্থা আইডিসির তথ্যে দেখা গেছে, অ্যাপল ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে রেকর্ড সংখ্যক অ্যাপল ওয়াচ বিক্রি করেন। টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা যায়।

আইডিসির তথ্যে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপল ওয়াচ বিশ্বজুড়ে হাতে পরা ডিভাইস বাজারের ২১ দশমিক ৬ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে চীনা ব্র্যান্ড শাওমি ২৪ দশমিক ৫ শতাংশ বাজার দখলে নিয়ে শীর্ষে রয়েছে। হাতে পরিধেয় ডিভাইসের মধ্যে উন্নতমানের স্মার্টওয়াচ থেকে বেসিক ফিটনেস ট্র্যাকার পর্যন্ত সব রয়েছে। আইডিসি ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি ওয়্যারেবল ডিভাইস ট্যাকারের নতুন তথ্য অনুযায়ী, অ্যাপল ওয়াচের সরবরাহ ১ কোটি ১৮ লাখে পৌঁছেছে। যেখানে গত বছরের একই প্রান্তিকে সংস্থাটি ৬৮ লাখ ইউনিটি বিক্রি করেছিল। এ হিসাবে অ্যাপল ওয়াচ ৭৫ শতাংশ প্রবৃদ্ধির রেকর্ড করেছে।

 তবে সামগ্রিক পরিধেয় বাজারের ক্ষেত্রে এয়ারপডস ও এয়ারপডস প্রোসহ ৪ কোটি ১৪ লাখ ডিভাইস সরবরাহ করে বাজারটির নেতৃত্ব দিয়েছে। এটি গত বছরের একই প্রান্তিকে ২ কোটি ৯৮ লাখ ডিভাইসের থেকে অনেক বেশি। এক্ষেত্রে সংস্থাটির বার্ষিক প্রবৃদ্ধি ৩৮ দশমিক ৬ শতাংশ।উল্লেখ্য , মহামারীতে চাহিদা বৃদ্ধির কারণে অ্যাপল ওয়াচের পাশাপাশি এয়ারপডসগুলো ব্যাপক জনপ্রিয় ছিল। অ্যাপলের প্রসারিত ওয়াচ লাইনআপ নিশ্চিত করেছে, নতুন মিড লেভেলের পণ্য ওয়াচ এসইসহ সংস্থাটি বিভিন্ন দামের ডিভাইস বাজারে ছেড়েছিল।