০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

অ্যাপের তথ্য সংগ্রহ করবে না গুগল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অ্যাপলের দেখাদেখি নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। বুধবার গুগলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নীতিমালা চালু হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র থেকে কোনো অ্যাপের তথ্য সংগ্রহ করবে না গুগল। ফলে কোনো প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। মার্কিন গণমাধ্যম সিএনবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গুগল বলেছে, তারা বিজ্ঞাপনী আইডি বা শনাক্তকরণ পদ্ধতির বদলে ব্যক্তিগত নীতিমালায় গুরুত্ব দিয়ে বিকল্প পদ্ধতি চালু করবে। এ পদ্ধতিতে স্বতন্ত্র নম্বর বা অক্ষরের সাহায্যে ব্যবহারকারীর যন্ত্র শনাক্ত করা হবে। সাধারণত মুঠোফোনের ডিজিটাল আইডির মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থাগুলোকে গ্রাহক তথ্য সংগ্রহ ও বিনিময় করার সুযোগ করে দেওয়া হয়।

নীতিমালার এ পরিবর্তন আনলে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নানা প্রশ্ন এড়িয়ে যেতে সক্ষম হবে গুগল। কারণ, বর্তমানে গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে আইনপ্রণেতা ও গ্রাহকেরা অনেক বেশি সচেতন। গুগল বলছে, তারা এখন থেকে নিয়ন্ত্রকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

গত বছর অ্যাপলও নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালায় একই ধরনের পরিবর্তন এনেছে। এর ফলে অ্যাপের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন প্রচারের সুযোগ বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠানের।
গুগলের নতুন এ নীতিমালা কার্যকর হলে অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য সংগ্রহ করা প্রতিষ্ঠানগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। বিশেষ করে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ওপর এর প্রভাব পড়তে পারে। এর আগে অ্যাপলের প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন আনার ফলে মেটার ওপর বড় ধরনের প্রভাব পড়েছে।
ফেসবুকের পণ্য বিপণন, বিজ্ঞাপন এবং ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মুড টুইটারে বলেছেন, গোপনীয়তা বৃদ্ধি করার প্রযুক্তি নিয়ে গুগলের সঙ্গে কাজ করতে আগ্রহী তাঁরা।

এ মাসের শুরুর দিকে মেটার পক্ষ থেকে বলা হয়, অ্যাপলের নতুন গোপনীয়তা নীতিমালার কারণে এ বছরে তাদের আয়ের পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলার কম হয়েছে। এ খবরে এক দিনেই মেটার বাজার মূলধন ২৩২ বিলিয়ন মার্কিন ডলার কমে যায়। ফলে গত বছরের জুনে মেটার মূল্যমান এক ট্রিলিয়ন মার্কিন ডলার থাকলেও আয় কমার খবরে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে।
এর আগে অ্যাপল তাদের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি সুবিধা চালুর পর ফেসবুক এবং অন্যান্য প্রতিষ্ঠান ব্যাপক সমালোচনা করেছিল। এ ফিচার চালুর ফলে আইফোন ব্যবহারকারীদের শনাক্ত করার ক্ষমতা কমে যায় বিজ্ঞাপনদাতাদের।
গুগলও এক ব্লগ বার্তায় কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে এ পদ্ধতির সমালোচনা করেছিল।

গুগল অ্যান্ড্রয়েডের পণ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নীতিমালা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি শ্যাভেজ সে সময় ব্লগ বার্তায় লেখেন, ‘আমরা অন্য প্ল্যাটফর্মগুলোকে বিজ্ঞাপন গোপনীয়তার জন্য একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করতে দেখেছি, যা নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের ব্যবহৃত প্রযুক্তিকে স্পষ্টভাবে সীমিত করে।
আমরা মনে করি, গোপনীয়তা-সংরক্ষণের বিকল্প পথ চালু না করে এ ধরনের পদক্ষেপ অকার্যকর ও ব্যবহারকারীর গোপনীয়তা এবং বিকাশকারী ব্যবসার জন্য খারাপ ফলাফলের দিকে নিয়ে যায়।
গুগল বলছে, তারা আগামী দুই বছর বর্তমান পদ্ধতি কাজে লাগিয়ে অ্যাপ শনাক্তকারীদের সমর্থন দেবে। এতে অন্য প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় পাবে।
ঢাকা/বিএইচ

শেয়ার করুন

x

অ্যাপের তথ্য সংগ্রহ করবে না গুগল

আপডেট: ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: অ্যাপলের দেখাদেখি নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। বুধবার গুগলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নীতিমালা চালু হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র থেকে কোনো অ্যাপের তথ্য সংগ্রহ করবে না গুগল। ফলে কোনো প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। মার্কিন গণমাধ্যম সিএনবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গুগল বলেছে, তারা বিজ্ঞাপনী আইডি বা শনাক্তকরণ পদ্ধতির বদলে ব্যক্তিগত নীতিমালায় গুরুত্ব দিয়ে বিকল্প পদ্ধতি চালু করবে। এ পদ্ধতিতে স্বতন্ত্র নম্বর বা অক্ষরের সাহায্যে ব্যবহারকারীর যন্ত্র শনাক্ত করা হবে। সাধারণত মুঠোফোনের ডিজিটাল আইডির মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থাগুলোকে গ্রাহক তথ্য সংগ্রহ ও বিনিময় করার সুযোগ করে দেওয়া হয়।

নীতিমালার এ পরিবর্তন আনলে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নানা প্রশ্ন এড়িয়ে যেতে সক্ষম হবে গুগল। কারণ, বর্তমানে গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে আইনপ্রণেতা ও গ্রাহকেরা অনেক বেশি সচেতন। গুগল বলছে, তারা এখন থেকে নিয়ন্ত্রকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

গত বছর অ্যাপলও নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালায় একই ধরনের পরিবর্তন এনেছে। এর ফলে অ্যাপের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন প্রচারের সুযোগ বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠানের।
গুগলের নতুন এ নীতিমালা কার্যকর হলে অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য সংগ্রহ করা প্রতিষ্ঠানগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। বিশেষ করে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ওপর এর প্রভাব পড়তে পারে। এর আগে অ্যাপলের প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন আনার ফলে মেটার ওপর বড় ধরনের প্রভাব পড়েছে।
ফেসবুকের পণ্য বিপণন, বিজ্ঞাপন এবং ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মুড টুইটারে বলেছেন, গোপনীয়তা বৃদ্ধি করার প্রযুক্তি নিয়ে গুগলের সঙ্গে কাজ করতে আগ্রহী তাঁরা।

এ মাসের শুরুর দিকে মেটার পক্ষ থেকে বলা হয়, অ্যাপলের নতুন গোপনীয়তা নীতিমালার কারণে এ বছরে তাদের আয়ের পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলার কম হয়েছে। এ খবরে এক দিনেই মেটার বাজার মূলধন ২৩২ বিলিয়ন মার্কিন ডলার কমে যায়। ফলে গত বছরের জুনে মেটার মূল্যমান এক ট্রিলিয়ন মার্কিন ডলার থাকলেও আয় কমার খবরে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে।
এর আগে অ্যাপল তাদের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি সুবিধা চালুর পর ফেসবুক এবং অন্যান্য প্রতিষ্ঠান ব্যাপক সমালোচনা করেছিল। এ ফিচার চালুর ফলে আইফোন ব্যবহারকারীদের শনাক্ত করার ক্ষমতা কমে যায় বিজ্ঞাপনদাতাদের।
গুগলও এক ব্লগ বার্তায় কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে এ পদ্ধতির সমালোচনা করেছিল।

গুগল অ্যান্ড্রয়েডের পণ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নীতিমালা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি শ্যাভেজ সে সময় ব্লগ বার্তায় লেখেন, ‘আমরা অন্য প্ল্যাটফর্মগুলোকে বিজ্ঞাপন গোপনীয়তার জন্য একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করতে দেখেছি, যা নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের ব্যবহৃত প্রযুক্তিকে স্পষ্টভাবে সীমিত করে।
আমরা মনে করি, গোপনীয়তা-সংরক্ষণের বিকল্প পথ চালু না করে এ ধরনের পদক্ষেপ অকার্যকর ও ব্যবহারকারীর গোপনীয়তা এবং বিকাশকারী ব্যবসার জন্য খারাপ ফলাফলের দিকে নিয়ে যায়।
গুগল বলছে, তারা আগামী দুই বছর বর্তমান পদ্ধতি কাজে লাগিয়ে অ্যাপ শনাক্তকারীদের সমর্থন দেবে। এতে অন্য প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় পাবে।
ঢাকা/বিএইচ