০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

আইটি খাতের অধিকাংশ কোম্পানির মুনাফা কমেছে

মোহাম্মদ তারেকুজ্জামান:
  • আপডেট: ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ১০৫৬৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের অধিকাংশ কোম্পানির মুনাফা কমেছে। রাজনৈতিক অস্থিরতা ও ডলারের মূল বেড়ে যাওয়াসহ নানা সংকটের কারণে সদ্য বিদায়ী বছরে (৩০ জুন ২০২৪) এ খাতের বেশিরভাগ কোম্পানির ব্যবসা ভালো যায়নি বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

অর্থনীতি  শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তারা বলেন, দেশে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে। মানুষের ভালাভাবে জীবন নির্বাহ করাই দুরহ হয়ে দাঁড়িয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে চলে গেছে। যার প্রভাব পড়েছে আইটি খাতে। মানুষ চাইলেও এখন তথ্য প্রযুক্তি খাতে খুব বেশি ব্যয় করতে পারছ না। ফলে ব্যবসায়িদের বিক্রয় কমে গেছে। কমে গেছে মুনাফাও। কোনো কোনো কোম্পানিতো লোকসানও করেছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের মোট ১১টি কোম্পানি রয়েছে, যার মধ্যে বিদায়ী বছরে ৭টি কোম্পানিরই মুনাফা কমেছে। কোম্পানিগুলো হচ্ছে-আমরা নেটওয়ার্কস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ইজেনারেশন, জেনেক্স ইনফোসিস পিএলসি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, অগ্নি সিসটেমস লিমিটেড, ইনটেক লিমিটেড, আইটি কনসালটেন্টস পিএলসি।

আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩০ জুন ২০২৩ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩.৬৪ টাকা। ৩০ জুন ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ২.৪৬ টাকা। এক্ষেত্রে আয় কমেছে ১.৪৬ টাকা। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) আয় হয়েছে ০.৩৪ টাকা, এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৮২ টাকা। এক্ষেত্রে আয় কমেছে ০.৪৮ টাকা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল ২৪.৪০ টাকা।

এডিএন টেলিকম লিমিটেডের ২০২৩ সালে ইপিএস হয়েছে ৪ টাকা। ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ২.৩১ টাকা। এক্ষেত্রে আয় কমেছে ১.৬৯ টকাা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ০.৮০ টাকা। এর  আগের বছরের একই সময়ে যা ছিল ০.৬৯ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ৯৩.৩০ টাকা।

বিডিকম অনলাইন লিমিটেডের ২০২৩ সালে ইপিএস হয়েছে ১.৩১ টাকা। ২০২৪  সালে যা হয়েছে ০.৮৯ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০.৪২ টাকা। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইপএস হয়েছে ০.৩০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৩৫ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২২.৭০ টাকা।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ২০২৩ সালে ইপিএস হয়েছে ০.৫৪ টাকা। আর ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ০.২১ টাকা। ইপিএস কমেছে ০.৩৩ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ০.১৬ টাকা, এর আগের প্রান্তিকে যা ছিল ০.২০ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ৬১.৮০ টাকা।

আরও পড়ুন: শুধুমাত্র ইক্যুইটি নির্ভর পুঁজিবাজারকে এগিয়ে নেয়া সম্ভব নয়: শাহেদ ইমরান

ইজেনারেশনের ২০২৩ সালে ইপিএস হয়েছে ১.৪৫ টাকা। আর ২০২৪ সালে তা হয়েছে ১.৪৪  টাকা। ইপিএস কমেছে ০.০১ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ০.২০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৪৪ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২২.৪০ টাকা।

জেনেক্স ইনফোসিস পিএলসির ২০২৩ সালে ইপিএস হয়েছে ৩.৩২ টাকা। আর ২০২৪ সালে ইপিএস এসে দাঁড়িয়েছে ২.৬২ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০.৭ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ইপিএস হয়েছে ০.৬৯ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৮২ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২৬.৩০ টাকা।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ২০২৩ সালে ইপিএস হয়েছে ০.৪৩ টাকা। আর ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ০.১২ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০.৩১ টাকা। প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে ০.০৫ টাকা। এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৯ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ৪৪.১০ টাকা।

আমরা টেকনোলজিস লিমিটেড ২০২৩ সালে ইপিএস হয়েছে ০.৭০ টাকা। ২০২৪ সালে এসে কোম্পানির লোকসান হয়েছে লোকসনা করেছে ০.১২ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে ০.২৫ টাকা। এর আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছে ০.১৯ টাকা আয় হয়েছে। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ১৫.৯০ টাকা।

অগ্নি সিসটেমস লিমিটেড ২০২৩ সালে ইপিএস হয়েছে ১.১৩ টাকা। আর ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ১.১৫ টাকা। এক্ষেত্রে আয় বেড়েছে ০.০২ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ০.৩২ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.২৮ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২৫.৩০ টাকা।

ইনটেক লিমিটেডের ২০২৩ সালে লোকসান হয়েছে ০.৭৪ টাকা। ২০২৪ সালে শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৬ টাকা। প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে ০.০৮ টাকা, এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছে ০.১৫ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ১৯.৬০ টাকা।

আইটি কনসালটেন্টস পিএলসির ২০২৩ সালে ইপিএস হয়েছে ২.৪৫ টাকা। আর ২০২৪ সালে ইপিএস হয়েছে ২.৯৮ টাকা। এই সময়ে ইপিএস বেড়েছে ০.৫৩ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৮১ পয়সা। এর আগের প্রান্তিকের একই সময়ে যা ছিল ০.৬০ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ৩৫.৩০ টাকা।

এডিএন টেলিকম লিমিটেডের কোম্পানি সচিব মো. মনির হোসেন বলেন,  পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে।  যার কারণে আমাদের মুনাফা কমেছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আয় বাড়াতে। আশা করছি চলতি হিসাব বছরে আমাদের আয় বাড়বে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অ্যাসোসিয়েট কমিটির চেয়ারম্যান রাফেল কবির বিজনেস জার্নালকে বলেন, প্রান্তিক নানা সংকটের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর আয় কমে গিয়েছে। ফলে তাদের তথ্য প্রযুক্তি খাতে ব্যয় করার মতো টাকা নেই বললেই চলে। যেকারণে এই খাতের ব্যবসায়ীরা বিদায়ী বছরে সুবিধা করতে পারেনি। তবে রাজনৈতিক অস্থিরতা পুরোপুরি চলে গেলে এই খাতে আবারও রেভেনিউ বাড়বে। বাড়বে মুনাফাও।

তিনি বলেন, বিদায়ী বছরে ডলার ক্রাইসিস এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা চরম ছিল।যার কারণে অনেক ব্যবসায়ী হাত গুটিয়ে বসে ছিল। যেহেতু এসব সংকট দুর হচ্ছে। আশা করছি আগামীতে এই খাত আবারও ঘুরে দাঁড়াবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আইটি খাতের অধিকাংশ কোম্পানির মুনাফা কমেছে

আপডেট: ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের অধিকাংশ কোম্পানির মুনাফা কমেছে। রাজনৈতিক অস্থিরতা ও ডলারের মূল বেড়ে যাওয়াসহ নানা সংকটের কারণে সদ্য বিদায়ী বছরে (৩০ জুন ২০২৪) এ খাতের বেশিরভাগ কোম্পানির ব্যবসা ভালো যায়নি বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

অর্থনীতি  শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তারা বলেন, দেশে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে। মানুষের ভালাভাবে জীবন নির্বাহ করাই দুরহ হয়ে দাঁড়িয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে চলে গেছে। যার প্রভাব পড়েছে আইটি খাতে। মানুষ চাইলেও এখন তথ্য প্রযুক্তি খাতে খুব বেশি ব্যয় করতে পারছ না। ফলে ব্যবসায়িদের বিক্রয় কমে গেছে। কমে গেছে মুনাফাও। কোনো কোনো কোম্পানিতো লোকসানও করেছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের মোট ১১টি কোম্পানি রয়েছে, যার মধ্যে বিদায়ী বছরে ৭টি কোম্পানিরই মুনাফা কমেছে। কোম্পানিগুলো হচ্ছে-আমরা নেটওয়ার্কস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ইজেনারেশন, জেনেক্স ইনফোসিস পিএলসি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, অগ্নি সিসটেমস লিমিটেড, ইনটেক লিমিটেড, আইটি কনসালটেন্টস পিএলসি।

আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩০ জুন ২০২৩ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩.৬৪ টাকা। ৩০ জুন ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ২.৪৬ টাকা। এক্ষেত্রে আয় কমেছে ১.৪৬ টাকা। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) আয় হয়েছে ০.৩৪ টাকা, এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৮২ টাকা। এক্ষেত্রে আয় কমেছে ০.৪৮ টাকা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল ২৪.৪০ টাকা।

এডিএন টেলিকম লিমিটেডের ২০২৩ সালে ইপিএস হয়েছে ৪ টাকা। ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ২.৩১ টাকা। এক্ষেত্রে আয় কমেছে ১.৬৯ টকাা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ০.৮০ টাকা। এর  আগের বছরের একই সময়ে যা ছিল ০.৬৯ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ৯৩.৩০ টাকা।

বিডিকম অনলাইন লিমিটেডের ২০২৩ সালে ইপিএস হয়েছে ১.৩১ টাকা। ২০২৪  সালে যা হয়েছে ০.৮৯ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০.৪২ টাকা। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইপএস হয়েছে ০.৩০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৩৫ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২২.৭০ টাকা।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ২০২৩ সালে ইপিএস হয়েছে ০.৫৪ টাকা। আর ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ০.২১ টাকা। ইপিএস কমেছে ০.৩৩ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ০.১৬ টাকা, এর আগের প্রান্তিকে যা ছিল ০.২০ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ৬১.৮০ টাকা।

আরও পড়ুন: শুধুমাত্র ইক্যুইটি নির্ভর পুঁজিবাজারকে এগিয়ে নেয়া সম্ভব নয়: শাহেদ ইমরান

ইজেনারেশনের ২০২৩ সালে ইপিএস হয়েছে ১.৪৫ টাকা। আর ২০২৪ সালে তা হয়েছে ১.৪৪  টাকা। ইপিএস কমেছে ০.০১ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ০.২০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৪৪ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২২.৪০ টাকা।

জেনেক্স ইনফোসিস পিএলসির ২০২৩ সালে ইপিএস হয়েছে ৩.৩২ টাকা। আর ২০২৪ সালে ইপিএস এসে দাঁড়িয়েছে ২.৬২ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০.৭ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ইপিএস হয়েছে ০.৬৯ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৮২ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২৬.৩০ টাকা।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ২০২৩ সালে ইপিএস হয়েছে ০.৪৩ টাকা। আর ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ০.১২ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০.৩১ টাকা। প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে ০.০৫ টাকা। এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৯ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ৪৪.১০ টাকা।

আমরা টেকনোলজিস লিমিটেড ২০২৩ সালে ইপিএস হয়েছে ০.৭০ টাকা। ২০২৪ সালে এসে কোম্পানির লোকসান হয়েছে লোকসনা করেছে ০.১২ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে ০.২৫ টাকা। এর আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছে ০.১৯ টাকা আয় হয়েছে। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ১৫.৯০ টাকা।

অগ্নি সিসটেমস লিমিটেড ২০২৩ সালে ইপিএস হয়েছে ১.১৩ টাকা। আর ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ১.১৫ টাকা। এক্ষেত্রে আয় বেড়েছে ০.০২ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ০.৩২ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.২৮ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২৫.৩০ টাকা।

ইনটেক লিমিটেডের ২০২৩ সালে লোকসান হয়েছে ০.৭৪ টাকা। ২০২৪ সালে শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৬ টাকা। প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে ০.০৮ টাকা, এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছে ০.১৫ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ১৯.৬০ টাকা।

আইটি কনসালটেন্টস পিএলসির ২০২৩ সালে ইপিএস হয়েছে ২.৪৫ টাকা। আর ২০২৪ সালে ইপিএস হয়েছে ২.৯৮ টাকা। এই সময়ে ইপিএস বেড়েছে ০.৫৩ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৮১ পয়সা। এর আগের প্রান্তিকের একই সময়ে যা ছিল ০.৬০ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ৩৫.৩০ টাকা।

এডিএন টেলিকম লিমিটেডের কোম্পানি সচিব মো. মনির হোসেন বলেন,  পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে।  যার কারণে আমাদের মুনাফা কমেছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আয় বাড়াতে। আশা করছি চলতি হিসাব বছরে আমাদের আয় বাড়বে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অ্যাসোসিয়েট কমিটির চেয়ারম্যান রাফেল কবির বিজনেস জার্নালকে বলেন, প্রান্তিক নানা সংকটের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর আয় কমে গিয়েছে। ফলে তাদের তথ্য প্রযুক্তি খাতে ব্যয় করার মতো টাকা নেই বললেই চলে। যেকারণে এই খাতের ব্যবসায়ীরা বিদায়ী বছরে সুবিধা করতে পারেনি। তবে রাজনৈতিক অস্থিরতা পুরোপুরি চলে গেলে এই খাতে আবারও রেভেনিউ বাড়বে। বাড়বে মুনাফাও।

তিনি বলেন, বিদায়ী বছরে ডলার ক্রাইসিস এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা চরম ছিল।যার কারণে অনেক ব্যবসায়ী হাত গুটিয়ে বসে ছিল। যেহেতু এসব সংকট দুর হচ্ছে। আশা করছি আগামীতে এই খাত আবারও ঘুরে দাঁড়াবে।

ঢাকা/টিএ