১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪

সিকিউরিটিজ আইন লঙ্ঘনে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টকে জরিমানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ৪১৯১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সিকিউরিটিস আইন লঙ্ঘনে দায়ে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিএসইসি।

কমিশন জানিয়েছে, আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব দাখিল করেনি। এছাড়া কোম্পানির ব্যবসা পরিচালনা সংক্রান্ত কোনো তথ্য গত কয়েক বছরের মধ্যে দাখিল করেনি। এছাড়া কোম্পানির হিসাবে অনেক নগদ অর্থ থাকলেও এর সঠিক ব্যাখ্যা এবং প্রমাণ দিতে পারেনি।

এর ফলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ২০০১ এর বিধি ৩৩(৩), ৩৩(৪) ও ২৭(১) লঙ্ঘন করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, চলতি বছরের ৩০ জানুয়ারি কারণ দর্শাতে আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে শুনানিতে তলব করা হয়। এতে আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লিখিত বক্তব্যে জানান, করোনা মহামারি ও দেশব্যাপী লকডাউনের কারণে আর্থিক হিসাব প্রস্তুত করতে পারিনি।

আর নগদ অর্থের বিষয়ে তিনি বলেন, কোম্পানির শুরু থেকেই তারা নগদ অর্থ রাখেন। যা নিরীক্ষিক যাচাই করেছে। তবে ৫ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির নিট সম্পদ তার থেকে নিচে চলে এসেছে এবং এটা পূরণ করা হবে বলে তারা জানান।

আরও পড়ুন: মাসের ব্যবধানে শেয়ার শূন্য ১২ হাজার বিও

শুনানির পরে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টকে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত নিট সম্পদ ৫ কোটি টাকায় উন্নিত করার নির্দেশ দেয় কমিশন। অন্যথায় ৫ লাখ টাকা জরিমানা করারও সিদ্ধান্ত নেয়। যে সিদ্ধান্ত ১৪ জুন চিঠির মাধ্যমে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তা পূরণ করতে ব্যর্থ হয়, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ১৮ অনুযায়ি শাস্তিযোগ্য অপরাধ।

এ পরিস্থিতিতে পুঁজিবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে। যে কারণে কমিশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

সিকিউরিটিজ আইন লঙ্ঘনে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টকে জরিমানা

আপডেট: ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: সিকিউরিটিস আইন লঙ্ঘনে দায়ে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিএসইসি।

কমিশন জানিয়েছে, আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব দাখিল করেনি। এছাড়া কোম্পানির ব্যবসা পরিচালনা সংক্রান্ত কোনো তথ্য গত কয়েক বছরের মধ্যে দাখিল করেনি। এছাড়া কোম্পানির হিসাবে অনেক নগদ অর্থ থাকলেও এর সঠিক ব্যাখ্যা এবং প্রমাণ দিতে পারেনি।

এর ফলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ২০০১ এর বিধি ৩৩(৩), ৩৩(৪) ও ২৭(১) লঙ্ঘন করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, চলতি বছরের ৩০ জানুয়ারি কারণ দর্শাতে আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে শুনানিতে তলব করা হয়। এতে আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লিখিত বক্তব্যে জানান, করোনা মহামারি ও দেশব্যাপী লকডাউনের কারণে আর্থিক হিসাব প্রস্তুত করতে পারিনি।

আর নগদ অর্থের বিষয়ে তিনি বলেন, কোম্পানির শুরু থেকেই তারা নগদ অর্থ রাখেন। যা নিরীক্ষিক যাচাই করেছে। তবে ৫ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির নিট সম্পদ তার থেকে নিচে চলে এসেছে এবং এটা পূরণ করা হবে বলে তারা জানান।

আরও পড়ুন: মাসের ব্যবধানে শেয়ার শূন্য ১২ হাজার বিও

শুনানির পরে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টকে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত নিট সম্পদ ৫ কোটি টাকায় উন্নিত করার নির্দেশ দেয় কমিশন। অন্যথায় ৫ লাখ টাকা জরিমানা করারও সিদ্ধান্ত নেয়। যে সিদ্ধান্ত ১৪ জুন চিঠির মাধ্যমে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তা পূরণ করতে ব্যর্থ হয়, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ১৮ অনুযায়ি শাস্তিযোগ্য অপরাধ।

এ পরিস্থিতিতে পুঁজিবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে। যে কারণে কমিশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

ঢাকা/এসএ