০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

আইপিএল খেলতে লিটন দেশ ছাড়বেন কাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক বিরতি শুরু হলেও স্বস্তি মিলছে না ওপেনার লিটন দাসের। তার অপেক্ষার প্রহর যেন কিছুতেই ফুরাতে চাচ্ছে না। বিসিবির ছাড়পত্র নিয়ে তৈরি হওয়া দ্বিধা পেরিয়ে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচও খেলেছেন। তবে সিরিজ শেষ হওয়ার পরও এখনই আইপিএলে পা রাখতে পারছেন না লিটন। তাই ভারতের উদ্দেশে লিটন দেশ ছাড়বেন আগামীকাল (৯ এপ্রিল)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে গুঞ্জন ছিল ম্যাচ শেষে বিশ্রাম শেষে আজই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন লিটন। তবে তার অপেক্ষার ক্ষণ আবারও বিলম্ব হচ্ছে। নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

লিটন অবশ্য রোববার কখন দেশ ত্যাগ করবেন সেটি নিশ্চিত করা যায়নি। জানা গেছে সন্ধ্যার পরই একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন লিটন। এদিকে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়।

সম্ভাব্য যেসব ম্যাচে থাকতে পারেন লিটন

লিটনের কলকাতা টিমে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। তবে দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

আরও পড়ুন: লিটনের আগেই কলকাতায় জেসন রয়

তারপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আইপিএল খেলতে লিটন দেশ ছাড়বেন কাল

আপডেট: ০৪:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক বিরতি শুরু হলেও স্বস্তি মিলছে না ওপেনার লিটন দাসের। তার অপেক্ষার প্রহর যেন কিছুতেই ফুরাতে চাচ্ছে না। বিসিবির ছাড়পত্র নিয়ে তৈরি হওয়া দ্বিধা পেরিয়ে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচও খেলেছেন। তবে সিরিজ শেষ হওয়ার পরও এখনই আইপিএলে পা রাখতে পারছেন না লিটন। তাই ভারতের উদ্দেশে লিটন দেশ ছাড়বেন আগামীকাল (৯ এপ্রিল)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে গুঞ্জন ছিল ম্যাচ শেষে বিশ্রাম শেষে আজই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন লিটন। তবে তার অপেক্ষার ক্ষণ আবারও বিলম্ব হচ্ছে। নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

লিটন অবশ্য রোববার কখন দেশ ত্যাগ করবেন সেটি নিশ্চিত করা যায়নি। জানা গেছে সন্ধ্যার পরই একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন লিটন। এদিকে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়।

সম্ভাব্য যেসব ম্যাচে থাকতে পারেন লিটন

লিটনের কলকাতা টিমে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। তবে দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

আরও পড়ুন: লিটনের আগেই কলকাতায় জেসন রয়

তারপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।

ঢাকা/টিএ