আইসিএল আইএনসিটিএল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

- আপডেট: ০৬:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১০৪৬৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি আইসিএল আইএনসিটিএল শরিয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে ।
আজ সোমবার (৭ আগস্ট) বিএসইসির ৮৭৮তম কমিশন সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজকের কমিশন সভায় ‘আইসিএল আইএনসিটিএল শরিয়াহ ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘ইমপ্রেস নিউটেক্স কমপোজিট টেক্সটাইল লিমিটেড’ ২.৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
আরও পড়ুন: ‘পুঁজিবাজারে নারী’ শীর্ষক আলোচনা সভা কাল
ফান্ডটির ব্যবস্থাপক হলো ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড। ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ঢাকা/টিএ