০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‘আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছার নির্বাচন’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, আগামীর নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন, পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার নির্বাচন। আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছার নির্বাচন। আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সকল বাহিনী, সকল স্তরের কর্মকর্তা ও জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের পুলিশ বাহিনীকে ঘুরিয়ে দাঁড় করিয়েছি। বর্তমানে আমরা বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবধিকারের যে বিধিবিধান আছে সেগুলো সমুন্নত রেখে পুলিশ বাহিনী পরিচালিত করে আসছি। যাতে করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা, আস্থা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেকাংশে সফল হয়েছি।

তিনি আরও বলেন,সামনের দিনগুলোতে নিশ্চয় পুলিশ বাহিনীকে খেয়াল রাখতে হবে। আমরা যদি জনসাধারণের সাথে এক হাত বাড়িয়ে দেই, তারা বুকে আলিঙ্গন করে নেবে। যদি অপেশাদার কাজ করি তাহলে বিগত যে অভিজ্ঞাতা হয়েছে তা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণের ভাষা উপলব্ধি করার চেষ্টা করবেন।

আরও পড়ুন: বিশ্বে বছরে রোডক্র্যাশে প্রাণ হারান ১১ লাখ ৯০ হাজার মানুষ

এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে ৮১৭ জন পুলিশ সদস্য অংশ নেন।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

‘আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছার নির্বাচন’

আপডেট: ০৫:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, আগামীর নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন, পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার নির্বাচন। আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছার নির্বাচন। আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সকল বাহিনী, সকল স্তরের কর্মকর্তা ও জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের পুলিশ বাহিনীকে ঘুরিয়ে দাঁড় করিয়েছি। বর্তমানে আমরা বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবধিকারের যে বিধিবিধান আছে সেগুলো সমুন্নত রেখে পুলিশ বাহিনী পরিচালিত করে আসছি। যাতে করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা, আস্থা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেকাংশে সফল হয়েছি।

তিনি আরও বলেন,সামনের দিনগুলোতে নিশ্চয় পুলিশ বাহিনীকে খেয়াল রাখতে হবে। আমরা যদি জনসাধারণের সাথে এক হাত বাড়িয়ে দেই, তারা বুকে আলিঙ্গন করে নেবে। যদি অপেশাদার কাজ করি তাহলে বিগত যে অভিজ্ঞাতা হয়েছে তা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণের ভাষা উপলব্ধি করার চেষ্টা করবেন।

আরও পড়ুন: বিশ্বে বছরে রোডক্র্যাশে প্রাণ হারান ১১ লাখ ৯০ হাজার মানুষ

এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে ৮১৭ জন পুলিশ সদস্য অংশ নেন।

ঢাকা/এসএইচ