আগামীর বাংলাদেশে কাজ দেখে ভোট দেবেন: সারজিস

- আপডেট: ০৫:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১০৩১৪ বার দেখা হয়েছে
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাব। আগামীর বাংলাদেশে দলের নাম দেখে কিংবা মার্কা দেখ কেউ আর ভোট দেবেন না। কে কেমন কাজ করছে, সেই কাজ দেখে ভোট দেবেন। আজ সোমবার (২৪ মার্চ) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় সারজিস এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, ‘বিগত দিনে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। তারা শুধু ভোটের আগের দিন ভোট চাইতে যান। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ আর একটা ভিজিডি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড, যে কাজেই তার কাছে যান না কেন; তা হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকেন।’
সারজিস বলেন, ‘নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেয়া যাবে না। যে যেই জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে। তাদের আর এই বাংলাদেশে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেয়া যাবে না।’
পথসভার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির পাশে সবাইকে থাকার আহ্বান জানিয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন, তাহলে বাকি ৫ বছরে সে আপনার রক্ত চুষে খাবে। একইভাবে দল বা মার্কার ওপর অন্ধ বিশ্বাস স্থাপন না করে সবাইকে কাজগুলোর ওপর নজর দিয়ে দল ও প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান তরুণ এই নেতা।
আরও পড়ুন: ৪৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সড়ক পথে পঞ্চগড়ে পৌঁছে জেলার ৫ উপজেলার উদ্দেশ্যে পথসভা শুরু করেন সারজিস আলম। এনসিপির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আগমন করায় তাকে সংবর্ধনা দেন ছাত্রজনতা, সাধারণ মানুষসহ জাতীয় নাগরিক পাটির নেতাকর্মীরা।
ঢাকা/টিএ