আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ: সেতুমন্ত্রী

- আপডেট: ০৫:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে বিএনপির পরিণতি ভালো হবে না। তিনি বলেন, কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। যারা এমনটি করছে তাদেরকে সেই আগুনেই পুড়তে হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রবিবার (১২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথের মানুষ। রাজপথেই থাকবে। রাজপথ ছাড়বে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।
ঢাকা/এসএ