০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আজ ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ১০৩৭৬ বার দেখা হয়েছে

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ এপ্রিল টোকিও যান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুসারে, শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ফ্লাইট জাপানের সময় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে ওয়াশিংটনের উদ্দেশে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক।

প্রধানমন্ত্রী আগামী ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন তুলে ধরে ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বক্তৃতা করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নযাত্রাসহ বিগত পাঁচ দশকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এ ছাড়া ‘বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক ৫০ ইয়ার্স অব পার্টনারশিপ’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাসসের খবরে বলা হয়, আগামী ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। সেখানে তিনি তৃতীয় চার্লস ও ক্যামিলার রাজ্যাভিষেকে যোগ দেবেন।

যুক্তরাজ্য সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেশ কয়েকজন ব্রিটিশ মন্ত্রীরও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর আগামী ৮ মে ঢাকার উদ্দেশে তার লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

আজ ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০২:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ এপ্রিল টোকিও যান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুসারে, শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ফ্লাইট জাপানের সময় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে ওয়াশিংটনের উদ্দেশে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক।

প্রধানমন্ত্রী আগামী ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন তুলে ধরে ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বক্তৃতা করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নযাত্রাসহ বিগত পাঁচ দশকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এ ছাড়া ‘বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক ৫০ ইয়ার্স অব পার্টনারশিপ’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাসসের খবরে বলা হয়, আগামী ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। সেখানে তিনি তৃতীয় চার্লস ও ক্যামিলার রাজ্যাভিষেকে যোগ দেবেন।

যুক্তরাজ্য সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেশ কয়েকজন ব্রিটিশ মন্ত্রীরও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর আগামী ৮ মে ঢাকার উদ্দেশে তার লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।

ঢাকা/এসআর