আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশ

- আপডেট: ০৫:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখতিয়ার বর্হিভূত হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন মহাপরিচালককে (ডিজি) ফরওয়ার্ড করার ক্ষেত্রে মাঠ কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এনআইডি অনুবিভাগে পরিচালক (প্রশাসন) মুহাম্মদ হাসানুজ্জামান ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘গ’ ক্যাটাগরিভুক্ত কিছু আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হওয়ায় নিষ্পত্তির জন্য মহাপরিচালক বরাবর পাঠানো হয়। এ ক্ষেত্রে লক্ষ্যণীয় যে, ক্যাটাগরি পরিবর্তন না করে এ ধরনের পত্র প্রেরণ করায় অনুলিপি নিয়ে আবেদনকারীরা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে উপস্থিত হলেও আবেদনসমূহ ‘গ’ ক্যাটাগরিভুক্ত থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না।
আরও পড়ুন: দখলকারীরা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
এই অবস্থায় যে সব আবেদন যৌক্তিক কারণে তার পক্ষে নিষ্পত্তি করা সম্ভব নয় কেবল সেই আবেদনগুলো মহাপরিচালক বরাবর পাঠাতে হবে। এক্ষেত্রে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আবেদন ক্যাটাগরি ‘গ’ থেকে ‘ঘ’-তে পরিবর্তন করতে হবে।
ঢাকা/এসএইচ