আধুনিক ড্রোন উৎপাদনে যাচ্ছেন পুতিন

- আপডেট: ০২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১০৪৩৩ বার দেখা হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ড্রোন উন্নয়ন প্রকল্পে ৫০০ বিলিয়ন রুবল বা ৬.১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।রুশ গণমাধ্যম আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ প্রকল্প হাতে নেন রুশ প্রেসিডেন্ট।
আগামী ১ জুনের মধ্যে এ প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করতে তাগিদ দেন পুতিন। ২০৩০ সালের মধ্যে অত্যাধুনিক ড্রোন উৎপাদনে যাবে রাশিয়া।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ফেব্রুয়ারিতে এ প্রকল্প হাতে নেওয়ার সময় পুতিন বলেছিলেন, আমরা নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে চাই। এ জন্য এ ড্রোন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
রাশিয়া আগেও ড্রোন তৈরি করেছে কিন্তু ওইগুলো মানের দিক থেকে ইরান বা তুরস্কের ড্রোনের চেয়ে তুলনামূলকভাকে পিছিয়ে আছে।এ কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের তৈরি শাহেদ নামে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করতে দেখা গেছে।
ঢাকা/এসএম