০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

আপনার তথ্য ডার্ক ওয়েবে নাকি বুঝবেন যেভাবে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪১৬৭ বার দেখা হয়েছে

ডার্ক ওয়েবে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য গেলে তা একাধিক অসাধু কাজে ব্যবহার করা হতে পারে। যার জন্য বিগত দিনে নিরপত্তা স্তর বাড়িয়েছে গুগল। তবে ডার্ক ওয়েবে যদি কোনো তথ্য আপলোড হয়ে যায় তা জানবেন কীভাবে? চিন্তা নেই। এর জন্য আপনাকে বিশেষ রিপোর্ট বানিয়ে দেবে গুগল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফিচার লঞ্চ করেছিল গুগল। যার ফলে অনলাইনে আপনার সুরক্ষা আরও মজবুত হবে। কোনো ইউজারের তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে তাহলে স্ক্যান করে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেবে গুগল।

সহজ ভাষায় বললে, ডার্ক ওয়েব হল ইন্টারনেটের এমন অন্ধকার দিক যা সহজে অ্যাক্সেস করা যায় না। এখানে প্রবেশ করার জন্য প্রয়োজন বিশেষ ব্রাউজার। পাশাপাশি এটি অপারেট করা আইনত অবৈধ হওয়ায় নানা কৌশলে এটি ব্যবহার করে থাকে সাইবার অপরাধীরা।

এখানে মূলত হ্যাক হওয়া তথ্যের কেনা-বেচা হয়ে থাকে। আপনার অজান্তেই ব্যক্তিগত তথ্যের আদান-প্রদান হয় এখানে। এই কার্যকলাপ রুখতে গুগলের ফিচারটি খুবই কার্যকর হতে পারে।

গুগল ওয়ান সাবস্ক্রাইবাদের অতিরিক্ত সুবিধা দেয়া হলেও সমস্ত ইউজাররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ধাপে ধাপে জেনে নিন পদ্ধতি —

স্ক্যান করার জন্য প্রথমে যেতে হবে onegoogle.com  ওয়েবসাইটে। এখানে থাকবে একটি ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ নামে অপশন, তারপর ট্রাই নাউ অপশনে ক্লিক করতে হবে। এবার রান স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে।

আপনার ব্যক্তিগত তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পাঠাবে গুগল এবং প্রয়োজনে কী কী পদক্ষেপ তা জানিয়ে দেবে কোম্পানি। তবে এই সুবিধার জন্য গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে ইউজারদের।

আরও পড়ুন: ভিডিও চ্যাট করা যাবে টুইটারেও

এর জন্য যেতে হবে গুগল ওয়ান ওয়েবপেজে। তারপর ডার্ক ওয়েব রিপোর্ট সেকশনে ট্যাপ করে সেট-আপ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী পেজে কী কী ডেটা আপনি মনিটর করতে চান যেমন নাম, জন্মতারিখ, ফোন নম্বর ইত্যাদি সিলেক্ট করতে হবে। তারপর একটি মনিটরিং প্রোফাইল তৈরি করতে হবে। এবার ডান অপশনে ক্লিক করলেই নোটিফিকেশন পাবেন আপনি।

উল্লেখ্য, গুগল ওয়ান ইউজাররা ১০টি মোবাইল নম্বর ইমেইলের ডেটা স্ক্যান করতে পারবেন। যেখানে নন-পেইড সাবস্ক্রাইবাররা ১টি ইমেলের ডেটা স্ক্যান করতে পারবেন।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

x

আপনার তথ্য ডার্ক ওয়েবে নাকি বুঝবেন যেভাবে

আপডেট: ০৩:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

ডার্ক ওয়েবে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য গেলে তা একাধিক অসাধু কাজে ব্যবহার করা হতে পারে। যার জন্য বিগত দিনে নিরপত্তা স্তর বাড়িয়েছে গুগল। তবে ডার্ক ওয়েবে যদি কোনো তথ্য আপলোড হয়ে যায় তা জানবেন কীভাবে? চিন্তা নেই। এর জন্য আপনাকে বিশেষ রিপোর্ট বানিয়ে দেবে গুগল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফিচার লঞ্চ করেছিল গুগল। যার ফলে অনলাইনে আপনার সুরক্ষা আরও মজবুত হবে। কোনো ইউজারের তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে তাহলে স্ক্যান করে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেবে গুগল।

সহজ ভাষায় বললে, ডার্ক ওয়েব হল ইন্টারনেটের এমন অন্ধকার দিক যা সহজে অ্যাক্সেস করা যায় না। এখানে প্রবেশ করার জন্য প্রয়োজন বিশেষ ব্রাউজার। পাশাপাশি এটি অপারেট করা আইনত অবৈধ হওয়ায় নানা কৌশলে এটি ব্যবহার করে থাকে সাইবার অপরাধীরা।

এখানে মূলত হ্যাক হওয়া তথ্যের কেনা-বেচা হয়ে থাকে। আপনার অজান্তেই ব্যক্তিগত তথ্যের আদান-প্রদান হয় এখানে। এই কার্যকলাপ রুখতে গুগলের ফিচারটি খুবই কার্যকর হতে পারে।

গুগল ওয়ান সাবস্ক্রাইবাদের অতিরিক্ত সুবিধা দেয়া হলেও সমস্ত ইউজাররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ধাপে ধাপে জেনে নিন পদ্ধতি —

স্ক্যান করার জন্য প্রথমে যেতে হবে onegoogle.com  ওয়েবসাইটে। এখানে থাকবে একটি ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ নামে অপশন, তারপর ট্রাই নাউ অপশনে ক্লিক করতে হবে। এবার রান স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে।

আপনার ব্যক্তিগত তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পাঠাবে গুগল এবং প্রয়োজনে কী কী পদক্ষেপ তা জানিয়ে দেবে কোম্পানি। তবে এই সুবিধার জন্য গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে ইউজারদের।

আরও পড়ুন: ভিডিও চ্যাট করা যাবে টুইটারেও

এর জন্য যেতে হবে গুগল ওয়ান ওয়েবপেজে। তারপর ডার্ক ওয়েব রিপোর্ট সেকশনে ট্যাপ করে সেট-আপ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী পেজে কী কী ডেটা আপনি মনিটর করতে চান যেমন নাম, জন্মতারিখ, ফোন নম্বর ইত্যাদি সিলেক্ট করতে হবে। তারপর একটি মনিটরিং প্রোফাইল তৈরি করতে হবে। এবার ডান অপশনে ক্লিক করলেই নোটিফিকেশন পাবেন আপনি।

উল্লেখ্য, গুগল ওয়ান ইউজাররা ১০টি মোবাইল নম্বর ইমেইলের ডেটা স্ক্যান করতে পারবেন। যেখানে নন-পেইড সাবস্ক্রাইবাররা ১টি ইমেলের ডেটা স্ক্যান করতে পারবেন।

ঢাকা/এসএম