০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আবহাওয়া দেখে নৌযান নিয়ে বের হওয়ার অনুরোধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • / ১০৩৪০ বার দেখা হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহা আষাঢ় মাসে অনুষ্ঠিত হবে। এই মাসে ঝড়-বৃষ্টি বেশি হয় বলে ঈদযাত্রার শুরু থেকেই নৌপথে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে নৌ পুলিশ। নৌপথে চলাচল বা কোরবানির পশু নিয়ে রওনা হওয়ার আগে আবহাওয়ার অবস্থা দেখে বের হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের নৌ পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানান নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নৌপথের আইনশঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নৌপুলিশ প্রধান বলেন, ঢাকার বাইরে থেকে লাখ লাখ কোরবানির পশু নৌপথে ঢাকায় আনা হবে। এসব পশু যেন কোনও ধরনের বাধা ছাড়াই ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে আসতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এছাড়া পশু যেন হাটে বিক্রি করে নিরাপদে ব্যবসায়ী নিজ গন্তব্যে ফিরতে পারেন সেটাও নিশ্চিতে আমরা কাজ করব। কোরবানির পর পশুর চামড়া যেন নৌ বা সড়কপথে নিরাপদে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখা হবে।

আরও পড়ুন: জনগণ ঠিক করবে কে দেশ চালাবে: প্রধানমন্ত্রী

আসন্ন ঈদে যেন নৌ-দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে নৌ-পুলিশ কাজ করবে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, গত বারের ঈদটি কোনও ধরনের বড় দুর্ঘটনা ছাড়াই কেটেছে। এবারও সমন্বিতভাবে কাজ করব যাতে করে কোনও ধরনের নৌ-দুর্ঘটনা না ঘটে। যেহেতু এই ঈদটি অনুষ্ঠিত হবে আষাঢ় মাসে, সেহেতু এই মাসে ঝড় ও বৃষ্টি বেশি হয়ে থাকে। তাই এবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবে হবে আমাদের সবাইকে। আবহাওয়া যখন খারাপ থাকবে তখন নৌযান চালানো যাবে না। যাত্রীবাহী হোক কিংবা পশুবাহী হোক, আবহাওয়ার অবস্থা জেনেই যেন আমরা নৌ-পথে নৌযান নিয়ে রওনা হই।

তিনি জানান, সারা দেশে আমাদের ১৪২টি ইউনিট আছে। আবহাওয়ার অবস্থা জানা থেকে শুরু করে ঈদযাত্রার নৌযান ও পশুবাহী নৌযানকে আমরা সাহায্য করতে পারব। এছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগ করেও সাহায্য নেওয়া যাবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আবহাওয়া দেখে নৌযান নিয়ে বের হওয়ার অনুরোধ

আপডেট: ০২:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

আসন্ন পবিত্র ঈদুল আজহা আষাঢ় মাসে অনুষ্ঠিত হবে। এই মাসে ঝড়-বৃষ্টি বেশি হয় বলে ঈদযাত্রার শুরু থেকেই নৌপথে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে নৌ পুলিশ। নৌপথে চলাচল বা কোরবানির পশু নিয়ে রওনা হওয়ার আগে আবহাওয়ার অবস্থা দেখে বের হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের নৌ পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানান নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নৌপথের আইনশঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নৌপুলিশ প্রধান বলেন, ঢাকার বাইরে থেকে লাখ লাখ কোরবানির পশু নৌপথে ঢাকায় আনা হবে। এসব পশু যেন কোনও ধরনের বাধা ছাড়াই ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে আসতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এছাড়া পশু যেন হাটে বিক্রি করে নিরাপদে ব্যবসায়ী নিজ গন্তব্যে ফিরতে পারেন সেটাও নিশ্চিতে আমরা কাজ করব। কোরবানির পর পশুর চামড়া যেন নৌ বা সড়কপথে নিরাপদে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখা হবে।

আরও পড়ুন: জনগণ ঠিক করবে কে দেশ চালাবে: প্রধানমন্ত্রী

আসন্ন ঈদে যেন নৌ-দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে নৌ-পুলিশ কাজ করবে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, গত বারের ঈদটি কোনও ধরনের বড় দুর্ঘটনা ছাড়াই কেটেছে। এবারও সমন্বিতভাবে কাজ করব যাতে করে কোনও ধরনের নৌ-দুর্ঘটনা না ঘটে। যেহেতু এই ঈদটি অনুষ্ঠিত হবে আষাঢ় মাসে, সেহেতু এই মাসে ঝড় ও বৃষ্টি বেশি হয়ে থাকে। তাই এবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবে হবে আমাদের সবাইকে। আবহাওয়া যখন খারাপ থাকবে তখন নৌযান চালানো যাবে না। যাত্রীবাহী হোক কিংবা পশুবাহী হোক, আবহাওয়ার অবস্থা জেনেই যেন আমরা নৌ-পথে নৌযান নিয়ে রওনা হই।

তিনি জানান, সারা দেশে আমাদের ১৪২টি ইউনিট আছে। আবহাওয়ার অবস্থা জানা থেকে শুরু করে ঈদযাত্রার নৌযান ও পশুবাহী নৌযানকে আমরা সাহায্য করতে পারব। এছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগ করেও সাহায্য নেওয়া যাবে।

ঢাকা/এসএম