আমাদের সময় খুব বেশি দিন নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট: ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ১০২৩৮ বার দেখা হয়েছে
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা জানেন আমাদের সময় খুব বেশি দিন নাই। এ কারণে এর আগেই আমরা একটা কৃষি আইন করে দিয়ে যাব। এই কৃষিজমি যেন অন্য কোনো কাজে ব্যবহার না করতে পারে। রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা করে জমির মালিককে তিন গুণ দাম দিতে হয়-তেমনি এলজিইডিকেও তিন গুণ দাম দিতে হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করবেন, আগে দেখেছেন চটের ব্যাগ ব্যবহার করতেন বাপ-দাদারা। ওই রকম আপনারাও করবেন। দেখবেন আমাদের কৃষির উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জিনিস হবে।
আরও পড়ুন: যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো: রিজওয়ানা হাসান
এ সময় উপদেষ্টা কৃষকদের উদ্দেশে বলেন, আপনারা জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি করে দেন-এটা খুব অন্যায় কাজ। উপরের মাটিটা যে আপনারা দিয়ে দেন ওটাকে আমরা দোআঁশ মাটি বলি। ওটা নষ্ট করে দিলে ভালো ফসল উৎপাদন হয় না।
উল্লেখ্য, সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে দীর্ঘ আট মাস ধরে পরীক্ষামূলকভাবে দুটি মিনি কোল্ডস্টোরেজ চালানোর পর এবার মাঠপর্যায়ে ব্যবহারের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
ঢাকা/এসএইচ