আরও দুই হত্যা মামলায় সাবেক আইজিপি ও আইনমন্ত্রীকে গ্রেপ্তার

- আপডেট: ১২:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩৮৯ বার দেখা হয়েছে
রাজধানীর খিলগাঁও ও উত্তরা থানার দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরীর আদালতে নতুন মামলায় মামলার তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে সকাল ৮টার দিকে পুলিশ কারাগারে আটক দুই আসামিকে আদালতে হাজির করে।
পুলিশ জানায়, খিলগাওয়ে হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়৷
আরও পড়ুন: বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
তা ছাড়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে উত্তরা পশ্চিম থানার মাওলানা সাদিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি করে। সে সময় গুলি ও মারপিটে নিহত হন মাওলানা সাদিকুল ও ৫ আগস্ট খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় হাফেজ জোবায়ের পুলিশের গুলিতে নিহত হন।
ঢাকা/এসএইচ