আরব-আমিরাত ও কাতারে সহযোগী প্রতিষ্ঠান খুলবে ইউসিবি

- আপডেট: ০৬:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড নতুন দুটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) খুলবে। দুটি সহযোগী প্রতিষ্ঠানেই ব্যাংকের শতভাগ মালিকানা থাকবে।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৭০তম বৈঠকে সহযোগী প্রতিষ্ঠান খোলার এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র অনুসারে, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও কাতারে আলোচিত কোম্পানি দুটি গঠন করা হবে। কোম্পানি দুটি আর্থিক সেবা (Money Service) ব্যবসা করবে।
উল্লেখ, আলোচিত দেশ দুটি বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশ দুটিতে বিপুল সংখ্যক বাংলাদেশী কাজ করেন। দেশে তারা নিয়মিত অর্থ পাঠিয়ে থাকেন। এই প্রবাসী আয় (Remittance) দেশে নিয়ে আসাসহ তাদেরকে নানা আর্থিক সেবা দেবে কোম্পানি দুটি।
ঢাকা/টিএ