আর্থিক প্রতিবেদন সংশোধন করলো ফারইস্ট নিটিং

- আপডেট: ১১:৪৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১০৭২৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। সংশোধিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় ও এনএভি বাড়লেও শেয়ার প্রতি ক্যাশফ্লো ৭৬ পয়সা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, সংশোধনের পর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগে শেয়ারপ্রতি ১ টাকা ৪ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, এর আগে হয়েছিল ২ টাকা ১৯ পয়সা ।
অন্যদিকে সংশোধনের পর গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৩ পয়সা। এর আগে কোম্পানির এনএভি ছিল ১৯ টাকা ১৪ পয়সা।
আরও পড়ুন: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম
কোম্পানিটি আরও জানিয়েছে যে পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য সংশোধিত নিরীক্ষিত আর্থিক বিবৃতি অনুমোদন করেছে।
ঢাকা/টিএ