০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

আর টেস্ট খেলতে চান না তাসকিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৪৩০ বার দেখা হয়েছে

চলতি বিপিএলে বেশ ভালো রিদমেই রয়েছেন তাসকিন আহমেদ। তবে কাঁধের সেই চোট থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। এমন অবস্থা নিয়েই সর্বশেষ বিশ্বকাপেও খেলেছেন। শারীরিক ধকল কমাতে নিজেকে টেস্ট ফরম্যাট থেকে সরিয়ে নিতে চান তাসকিন। টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে তিনি বিসিবিকে চিঠি দিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের চিঠির বিষয়ে তিনি ক্রিকবাজকে বলেছেন, ‘তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের (টেস্ট) ক্রিকেট খেলতে চায় না।’

বিপিএলের চলতি আসর শেষ হওয়ার পরই প্রধান কোচ ও তার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার তিনদিন পরই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে যেখানে দুটি টেস্ট ম্যাচও রয়েছে। যার জন্য দল ঘোষণার আগে নিজের এই ইচ্ছার কথা জানিয়ে রাখলেন তাসকিন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বিশ্বকাপের পর কিছু সময় বিরতি দিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তাসকিন। সর্বশেষ বিশ্বকাপেও ২৮ বছর বয়সী এই পেসার চোট নিয়ে খেলেছিলেন। এরপর দেশে ফিরে বিশ্রামে ছিলেন দুই মাস। ফলে ঘরে ও বাইরে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ফরম্যাটের সিরিজে তাসকিনকে পায়নি বাংলাদেশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আর টেস্ট খেলতে চান না তাসকিন

আপডেট: ০৩:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

চলতি বিপিএলে বেশ ভালো রিদমেই রয়েছেন তাসকিন আহমেদ। তবে কাঁধের সেই চোট থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। এমন অবস্থা নিয়েই সর্বশেষ বিশ্বকাপেও খেলেছেন। শারীরিক ধকল কমাতে নিজেকে টেস্ট ফরম্যাট থেকে সরিয়ে নিতে চান তাসকিন। টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে তিনি বিসিবিকে চিঠি দিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের চিঠির বিষয়ে তিনি ক্রিকবাজকে বলেছেন, ‘তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের (টেস্ট) ক্রিকেট খেলতে চায় না।’

বিপিএলের চলতি আসর শেষ হওয়ার পরই প্রধান কোচ ও তার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার তিনদিন পরই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে যেখানে দুটি টেস্ট ম্যাচও রয়েছে। যার জন্য দল ঘোষণার আগে নিজের এই ইচ্ছার কথা জানিয়ে রাখলেন তাসকিন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বিশ্বকাপের পর কিছু সময় বিরতি দিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তাসকিন। সর্বশেষ বিশ্বকাপেও ২৮ বছর বয়সী এই পেসার চোট নিয়ে খেলেছিলেন। এরপর দেশে ফিরে বিশ্রামে ছিলেন দুই মাস। ফলে ঘরে ও বাইরে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ফরম্যাটের সিরিজে তাসকিনকে পায়নি বাংলাদেশ।

ঢাকা/এসএইচ