০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

আলটিমেটাম শেষে আবার সড়কে ববির শিক্ষার্থীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় আবারো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে তিন দফা দাবি বাস্তবায়নে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সড়ক অবরোধ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও প্রক্টর সুব্রত কুমার দাস শিক্ষার্থীদের আন্দোলনস্থলে যান। তারা দাবি বাস্তবায়নে শনিবার সকাল ১০টা পর্যন্ত সময় চান। শিক্ষকদের কথায় আশ্বস্ত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন এবং দাবি বাস্তবায়ন না হলে আবার সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রশাসন সময় চেয়েও কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই আমাদের আবার সড়কে নামতে হয়েছে। প্রশাসন অনেকটাই গা-ছাড়া ভাব দেখাচ্ছে বলেও অভিযোগ তাদের। 

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আলটিমেটাম শেষে আবার সড়কে ববির শিক্ষার্থীরা

আপডেট: ০১:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১

নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় আবারো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে তিন দফা দাবি বাস্তবায়নে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সড়ক অবরোধ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও প্রক্টর সুব্রত কুমার দাস শিক্ষার্থীদের আন্দোলনস্থলে যান। তারা দাবি বাস্তবায়নে শনিবার সকাল ১০টা পর্যন্ত সময় চান। শিক্ষকদের কথায় আশ্বস্ত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন এবং দাবি বাস্তবায়ন না হলে আবার সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রশাসন সময় চেয়েও কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই আমাদের আবার সড়কে নামতে হয়েছে। প্রশাসন অনেকটাই গা-ছাড়া ভাব দেখাচ্ছে বলেও অভিযোগ তাদের। 

আরও পড়ুন: