আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ

- আপডেট: ০১:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে। আজ দুপুর ১টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শ্রমিকরা জানান, মালিকপক্ষ বেতন বকেয়া রেখে দুই মাস আগে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফায় বেতন পরিশোধের জন্য সময় দেওয়া হলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেননি। বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয়ে অভিযোগও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন
শিল্প পুলিশ- ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম গনমাধ্যমকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার করে সমাধানের চেষ্টা চলছে।
ঢাকা/এসএইচ