১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

ইউক্রেনে জরুরি অবস্থা: নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মাঝে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন, যেখানে দেশ শান্ত রাখতে এবং অর্থনীতি রক্ষায় বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হতে পারে। বুধবার ইউক্রেনের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ এই তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জরুরি অবস্থা ৩০ দিন ধরে কার্যকর থাকবে। পরবর্তীতে আরও এক মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পার্লামেন্টে ভোটাভুটি হবে। জরুরি অবস্থা জারি করা হলে তা কর্তৃপক্ষকে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে তা বেছে নেওয়ার ক্ষমতা দেবে।

জরুরি অবস্থা চলাকালীন পরিবহনে বিধি-নিষেধ, গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার এবং ধর্মঘট নিষিদ্ধ করা হতে পারে। আঞ্চলিক কর্তৃপক্ষ কারফিউ এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেবে বলে জানিয়েছেন ড্যানিলভ।

ইউক্রেন থেকে কূটনীতিকদের সরাচ্ছে রাশিয়া মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কূটনীতিকদের নিরাপত্তা ও জীবন রক্ষার জন্য ইউক্রেনে থাকা রুশ মিশনগুলো থেকে কর্মীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।’ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনে অবস্থানরত রুশ কূটনীতিকরা হুমকি পাচ্ছেন এবং রুশ দূতাবাস ও কনস্যুলেটগুলোতেও ‘বারবার হামলার ঘটনা’ ঘটছে। ইউক্রেন গভীর বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/বিএইচ

শেয়ার করুন

x

ইউক্রেনে জরুরি অবস্থা: নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ

আপডেট: ০৭:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মাঝে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন, যেখানে দেশ শান্ত রাখতে এবং অর্থনীতি রক্ষায় বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হতে পারে। বুধবার ইউক্রেনের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ এই তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জরুরি অবস্থা ৩০ দিন ধরে কার্যকর থাকবে। পরবর্তীতে আরও এক মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পার্লামেন্টে ভোটাভুটি হবে। জরুরি অবস্থা জারি করা হলে তা কর্তৃপক্ষকে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে তা বেছে নেওয়ার ক্ষমতা দেবে।

জরুরি অবস্থা চলাকালীন পরিবহনে বিধি-নিষেধ, গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার এবং ধর্মঘট নিষিদ্ধ করা হতে পারে। আঞ্চলিক কর্তৃপক্ষ কারফিউ এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেবে বলে জানিয়েছেন ড্যানিলভ।

ইউক্রেন থেকে কূটনীতিকদের সরাচ্ছে রাশিয়া মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কূটনীতিকদের নিরাপত্তা ও জীবন রক্ষার জন্য ইউক্রেনে থাকা রুশ মিশনগুলো থেকে কর্মীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।’ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনে অবস্থানরত রুশ কূটনীতিকরা হুমকি পাচ্ছেন এবং রুশ দূতাবাস ও কনস্যুলেটগুলোতেও ‘বারবার হামলার ঘটনা’ ঘটছে। ইউক্রেন গভীর বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/বিএইচ