ইউনিলিভারের সদর দফতর সফরে ব্রিটিশ বাণিজ্য দূত-হাইকমিশনার

- আপডেট: ১১:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
যুক্তরাজ্য সরকারের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটন ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্যারাহ কুক সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট সদর দফতর সফর করেছেন। এই সফরে তারা ইউনিলিভার বাংলাদেশের টেকসই উদ্যোগগুলো ঘুরে দেখেন এবং কর্পোরেট নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বারোনেস রোজি উইন্টারটন বলেন, ইউনিলিভার বাংলাদেশ শুধু বাণিজ্যের গল্প নয়, বরং এটি দায়িত্বশীল ব্যবসা ও পারস্পরিক সমৃদ্ধির একটি উদাহরণ। স্যারাহ কুক বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব উন্নয়নে ইউনিলিভারের ভূমিকা অনস্বীকার্য।
সফরের সময় ইউনিলিভারের জলবায়ু সহনশীলতা, প্লাস্টিক ব্যবস্থাপনা, ডিজিটাল অন্তর্ভুক্তি ও নারীর ক্ষমতায়ন নিয়ে উপস্থাপনা করা হয়। ইউনিলিভার বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক শামীমা আখতার তাদের ঐতিহ্য ও বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সফরের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশের দীর্ঘ ৬০ বছরের সাফল্য ও দেশের অর্থনীতিতে অবদান তুলে ধরা হয়।
আরও পড়ুন: সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, কর্মহীন ৬৫ হাজার জেলে
উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ ১৯৬২ সালে চট্টগ্রামে একটি সাবান কারখানা দিয়ে কার্যক্রম শুরু করে এবং এখন দেশের ৯০ শতাংশ পরিবারের জীবনের অংশ হয়ে উঠেছে।
ঢাকা/টিএ