ইকেওয়াইসি সেবা চালু করেছে এনআরবি ব্যাংক

- আপডেট: ০৬:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১০৪৭৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গ্রাহকদের সুবিধাদ্ধে এনআরবি ব্যাংক ইকেওয়াইসি সেবা চালু করেছে যার ব্র্যান্ড নাম এনআরবি কুইক এ্যাকাউন্ট। ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান গত ২৯ সেপ্টেম্বর ২০২২ ব্যাংকের প্রধান কর্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্যাংকের নিজস্ব ওয়েব সাইটে এনআরবি কুইক এ্যাকাউন্টের মাধ্যমে যে কোন গ্রাহক যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ব্যাংকে না এসে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সরাসরি তাদের নিজস্ব ব্যাংক এ্যাকাউন্ট খুলতে পারবেন। ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে পারবে এবং অনলাইনের মাধ্যমেই তা ভেরিফিকেসন হয়ে যাবে।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ, উপদেষ্টা জনাব মোঃ মুখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আহসান খলিল এবং গিয়া টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকাসহ ব্যাংকের উর্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রিজার্ভ চুরি: ৬৭ বার পেছাল তদন্ত প্রতিবেদন
ঢাকা/এসএ