ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিরাপত্তা প্রধান নিহত

- আপডেট: ১১:১৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ১০৩৯১ বার দেখা হয়েছে
ইরানে অবস্থিত আজারবাইজান দূতাবাস হামলার শিকার হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্সে জানা গেছে, হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আজারবাইজানের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত এবং একজন আহত হন।
তেহরানের পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকায় সন্দেহভাজন একজনকে আটক করেছে তারা। এ ঘটনার পেছনে তার উদ্দেশ্য কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রধানের বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুটি ছোট বাচ্চা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল।
আরও পড়ুন: ট্যাংকের পর জঙ্গি বিমান চাইছে ইউক্রেন
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামলাকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে নিরাপত্তার প্রধানকে হত্যা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিও প্রকাশ হয়েছে। দূতাবাস ভবনের ভেতরে একটি দরজার কাঁচ ভাঙা এবং আরও কিছু ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। ইরানে কয়েক লাখ আজারবাইজানি লোক বসবাস করে আসছেন।
ঢাকা/এসএম