০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ইসরায়েলি ক্রীড়াবিদের মুখোমুখি না হওয়ায় মুসলিম জুডোকারের শাস্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / ১০৩৭০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট থেকে অনেকেই নাম সরিয়ে নেন। তার পেছনে থাকা নানা কারণ। তবে আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন অলিম্পিকে জুডো ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণটা একটু ভিন্ন।

আলজেরিয়ান এই জুডোকার অলিম্পিক জুডোর ৭৩ কেজি ওজনশ্রেণিতে মুখোমুখি হবেন সুদানের মোহামেদ আবদালরাসুল। কিন্তু সমস্যাটা হবে এই ম্যাচে জিতলে। পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরায়েলের তোহার বাটবাল। 

কিন্তু এমনটি হতে দিতে চাননি তিনি। মানে খেলতে চান না ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন নুরিন। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এমন সিদ্ধান্ত নেওয়ার পর শাস্তি পেলেন নুরিন এবং তার কোচ আমের বেন ইয়াকলিফ। তাদের অলিম্পিক থেকে প্রত্যাহার করে পাঠানো হয়েছে দেশে। শনিবার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) নির্বাহী কমিটি জানিয়েছে তাদের সাময়িক নিষিদ্ধ করার খবর। 

বিবৃতিতে তারা বলেছে, ‘নুরিন যা করেছে, আমাদের দর্শনের পুরো বিপরীত সেটি। আইজেএফ সব সময় কড়া বৈষম্যহীন নীতি মেনে চলে। জুডোর মূল্যবোধের মাধ্যমে সংহতি বাড়ানোই মূল লক্ষ্য। এই খেলার অন্যতম মূল ভিত্তি হলো বন্ধুত্ব ও সম্মানবোধ।’

এর আগে আলজেরিয়ান এক গণমাধ্যমকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে নুরিন বলেছিলেন, ‘অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি, কিন্তু ফিলিস্তিনের বিষয়টি সবকিছুর চেয়ে অনেক বড়।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ইসরায়েলি ক্রীড়াবিদের মুখোমুখি না হওয়ায় মুসলিম জুডোকারের শাস্তি

আপডেট: ০৪:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট থেকে অনেকেই নাম সরিয়ে নেন। তার পেছনে থাকা নানা কারণ। তবে আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন অলিম্পিকে জুডো ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণটা একটু ভিন্ন।

আলজেরিয়ান এই জুডোকার অলিম্পিক জুডোর ৭৩ কেজি ওজনশ্রেণিতে মুখোমুখি হবেন সুদানের মোহামেদ আবদালরাসুল। কিন্তু সমস্যাটা হবে এই ম্যাচে জিতলে। পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরায়েলের তোহার বাটবাল। 

কিন্তু এমনটি হতে দিতে চাননি তিনি। মানে খেলতে চান না ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন নুরিন। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এমন সিদ্ধান্ত নেওয়ার পর শাস্তি পেলেন নুরিন এবং তার কোচ আমের বেন ইয়াকলিফ। তাদের অলিম্পিক থেকে প্রত্যাহার করে পাঠানো হয়েছে দেশে। শনিবার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) নির্বাহী কমিটি জানিয়েছে তাদের সাময়িক নিষিদ্ধ করার খবর। 

বিবৃতিতে তারা বলেছে, ‘নুরিন যা করেছে, আমাদের দর্শনের পুরো বিপরীত সেটি। আইজেএফ সব সময় কড়া বৈষম্যহীন নীতি মেনে চলে। জুডোর মূল্যবোধের মাধ্যমে সংহতি বাড়ানোই মূল লক্ষ্য। এই খেলার অন্যতম মূল ভিত্তি হলো বন্ধুত্ব ও সম্মানবোধ।’

এর আগে আলজেরিয়ান এক গণমাধ্যমকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে নুরিন বলেছিলেন, ‘অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি, কিন্তু ফিলিস্তিনের বিষয়টি সবকিছুর চেয়ে অনেক বড়।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন: