ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ব্যবসা বাড়াতে কাজ করছি: সিএফও

- আপডেট: ০৭:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা বৃদ্ধিতে লোকবল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। চলতি বছরে (২০২৫) কোম্পানির প্রধান কার্যালয় থেকে শুরু করে দেশব্যাপী তাদের অফিসে লোকবল বৃদ্ধি করবে। এছাড়াও খুব শিগগিরই নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হবে বলে বিজনেস জার্নালকে জানিয়েছেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোস্তাক আহমেদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে গত বছরের তুলনায় সদ্য বিদায়ী বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মোট আয় কমেছে। যদিও একক তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) আয় বেড়েছে।
এব্যাপারে তিনি বলেন, বছরজুড়ে রাজনৈতিক অস্থিরতা ছিল। যেকারণে কোম্পানি কাঙ্খিত ব্যবসা করতে পারেনি। তবে একক তৃতীয় প্রান্তিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে কোম্পানি।
কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, বিদায়ী বছরে প্রথম তিন প্রান্তিকে শেয়ার প্রতি মোট (ইপিএস) আয় হয়েছে ০.৬১ টাকা, এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৬৯ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০ দশমিক ০৮ টাকা। অর্থাৎ ১২ শতাংশ ইপিএস কমেছে। আর বিদায়ী বছরের একক তৃতীয় প্রান্তিকে আয় হয়েছে ০ দশমিক ২০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০ দশমিক ১৮ টাকা। এক্ষেত্রে ইপিএস বেড়েছে ০ দশমিক ০২ টাকা। কোম্পানির সঞ্চিতি আয় রয়েছে ৩৬ কোটি ৭ লাখ টাকা।
আরও পড়ুন: তালিকাভুক্ত ছয় ব্যাংক অডিট করবে দুই আন্তর্জাতিক প্রতিষ্ঠান
আর্থিক প্রতিবেদন থেকে আরও জানা গেছে, গত তিন বছরে (২০২১, ২০২২, ২০২৩) বিনিয়োগকারীদের ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ প্রদান করেছে। ২০২২ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ২০২১ সালে ইপিএস হয়েছে ১.৮২ টাকা। এছাড়াও ২০২২ ও ২০২৩ সালে ইপিএস হয়েছে যথাক্রমে ১.০৩ টাকা ও ১.১২ টাকা। আর গত তিন বছরে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ২০.৯৬ টাকা, ১৭.০১ টাকা ও ১৭.১২ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর হিসাব বছরের কোম্পানিটির গত তিন বছরে মুনাফা হয়েছে যথাক্রমে ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা, ৫ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা ও ৫ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা। গত ৫২ সপ্তাহে অর্থাৎ এক বছরে কোম্পানির সর্বনিম্ন শেয়ার দর ছিল ১৮ টাকা ও সর্বোচ্চ শেয়ার দর ছিল ৩৫ টাকা। আজ সোমবার (৬ জানুয়ারি) কোম্পানির শেয়ার দর এসে দাঁড়িয়েছে ২১ দশমিক ১০ টাকা।
উল্লেখ্য, ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনী কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৫০ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭৬৬টি; যারমধ্যে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার রয়েছে ৫৪.৪১ শতাংশ। এছাড়াও এই সময়ে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪১.৩০ শতাংশ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.২৯ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/টিএ