ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

- আপডেট: ০১:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ১০৪৮০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (০১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডটি হবে পঞ্চম মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।
ব্যাংকটির এক প্রতিবেদনে বলা হয়েছে, টায়ার-২ মূলধন বৃদ্ধি এবং ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতেই এই বন্ড ইস্যু করা হবে। এতে ১০ হাজার ইউনিট থাকবে, যার প্রতিটির মূল্য পাঁচ লাখ টাকা।
আরও পড়ুন: লিবরা ইনফিউশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ
২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর পূর্ববর্তী ঘোষণার পর এই অনুমোদন দেওয়া হলো।
ঢাকা/এসএইচ