১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

ইসির মাঠ কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৪১৭১ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য বলেছে সংস্থাটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইসির সেবা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। নির্দেশনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সম্প্রতি অনুষ্ঠিত মাঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসির কাছে কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা তুলে ধরা হয়। আলোচনার পর ওই বৈঠকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি।

জননিরাপত্তা বিভাগে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনি মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসসমূহে সংরক্ষণ করা হবে।

আরও পড়ুন: ধনী দেশগুলোও বিনামূল্যে টিকা দেয়নি: প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনের পূর্বে এসকল অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে। জনস্বার্থে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের উক্ত অফিসসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

এই অবস্থায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয় বিশেষ করে আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস ও থানা নির্বাচন অফিসসমূহের এখন থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।

ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আগামী নভেম্বরে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ইসির মাঠ কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

আপডেট: ০২:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য বলেছে সংস্থাটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইসির সেবা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। নির্দেশনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সম্প্রতি অনুষ্ঠিত মাঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসির কাছে কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা তুলে ধরা হয়। আলোচনার পর ওই বৈঠকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি।

জননিরাপত্তা বিভাগে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনি মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসসমূহে সংরক্ষণ করা হবে।

আরও পড়ুন: ধনী দেশগুলোও বিনামূল্যে টিকা দেয়নি: প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনের পূর্বে এসকল অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে। জনস্বার্থে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের উক্ত অফিসসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

এই অবস্থায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয় বিশেষ করে আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস ও থানা নির্বাচন অফিসসমূহের এখন থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।

ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আগামী নভেম্বরে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা/এসএম