০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

ঈদফেরত জনস্রোতে বাড়তে পারে সংক্রমণ ঝুঁকি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • / ৪১৭৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশে চলছে সরকার ঘোষিত বিধি-নিষেধ। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। কিন্তু বিধি-নিষেধ উপেক্ষা করে করোনার ঝুঁকি নিয়েই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ।

করোনা পরিস্থিতিতে ঈদ উপলক্ষে সরকারের দেওয়া তিন দিনের ছুটির আজই শেষদিন। আগামীকাল থেকে সবাইকে যোগ দিতে হবে নিজ নিজ কর্মস্থলে। যে কারণে সড়কে চাপ বাড়বে ঈদফেরত মানুষের। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের আশঙ্কা, এতে করে বাড়বে করোনা সংক্রমণের ঝুঁকি।

এদিকে ঈদে বাড়ি যাওয়া মানুষের ফেরা বিলম্বিত করার পক্ষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। শুক্রবার (১৪ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, লকডাউনের মধ্যে মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দলে দলে বাড়ি গেছেন, একইভাবে ফিরে এলে তাতে ঝুঁকি বাড়বে। এটা অবশ্যই বিপজ্জনক হবে। এই ফেরাটা একটু বিলম্বিত করা গেলেই ভালো। আবার যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে যদি তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা যায় সেটাও বিবেচনা করা যেতে পারে।

পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক বলেন, ঈদে বাড়ি ফেরা মানুষের যাতায়াত ব্যবস্থাপনা বলতে এবার কিছুই নেই। বাধা ভেঙে যাত্রীরা বাড়ি গিয়েছেন। ফেরার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয় নিশ্চিত যে হবে তার ব্যবস্থাপনাও নেই। করোনা সংক্রমণের ঝুঁকি তাতে আরও বাড়বে।

শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঈদের পর শহরমুখী জনস্রোতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

ঈদফেরত জনস্রোতে বাড়তে পারে সংক্রমণ ঝুঁকি

আপডেট: ০৪:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশে চলছে সরকার ঘোষিত বিধি-নিষেধ। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। কিন্তু বিধি-নিষেধ উপেক্ষা করে করোনার ঝুঁকি নিয়েই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ।

করোনা পরিস্থিতিতে ঈদ উপলক্ষে সরকারের দেওয়া তিন দিনের ছুটির আজই শেষদিন। আগামীকাল থেকে সবাইকে যোগ দিতে হবে নিজ নিজ কর্মস্থলে। যে কারণে সড়কে চাপ বাড়বে ঈদফেরত মানুষের। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের আশঙ্কা, এতে করে বাড়বে করোনা সংক্রমণের ঝুঁকি।

এদিকে ঈদে বাড়ি যাওয়া মানুষের ফেরা বিলম্বিত করার পক্ষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। শুক্রবার (১৪ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, লকডাউনের মধ্যে মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দলে দলে বাড়ি গেছেন, একইভাবে ফিরে এলে তাতে ঝুঁকি বাড়বে। এটা অবশ্যই বিপজ্জনক হবে। এই ফেরাটা একটু বিলম্বিত করা গেলেই ভালো। আবার যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে যদি তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা যায় সেটাও বিবেচনা করা যেতে পারে।

পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক বলেন, ঈদে বাড়ি ফেরা মানুষের যাতায়াত ব্যবস্থাপনা বলতে এবার কিছুই নেই। বাধা ভেঙে যাত্রীরা বাড়ি গিয়েছেন। ফেরার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয় নিশ্চিত যে হবে তার ব্যবস্থাপনাও নেই। করোনা সংক্রমণের ঝুঁকি তাতে আরও বাড়বে।

শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঈদের পর শহরমুখী জনস্রোতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

ঢাকা/এসএ