ঈদের ছুটি শেষে পুঁজিবাজারে লেনদেন শুরু আজ

- আপডেট: ১০:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / ১০৪২১ বার দেখা হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ও টানা পাঁচ দিনের ছুটি শেষে বুধবার (১৯ জুন) থেকে দেশের পুঁজিবাজারে আবারো লেনদেন শুরু হচ্ছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এছাড়াও আজ থেকে দেশের খুলছে অফিস-আদালত। একইসঙ্গে দেশের ব্যাংকগুলোও খুলছে।
আজ থেকে দেশের ব্যাংকগুলোতে নতুন নিয়মে লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত। সরকার ঘোষিত অফিস সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন এ সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: বাংলাদেশের পুঁজিবাজার অর্থনীতির অন্যতম দুর্বল ‘পিলার’: ড. সালেহউদ্দিন আহমেদ
জানা গেছে, নতুন নিয়ম অনুযাযী ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এতদিন ব্যাংক লেনদেন হয়েছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।
ঢাকা/এসএইচ