০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ঈদের পর আর্থিক প্রতিষ্ঠান খোলার নতুন সময়সূচি নির্ধারণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / ১০৫৪৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ঈদুল আজহার ছুটির পর আগামী ১৯ জুন থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আজ বুধবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সার্কুলারে বলা হয়েছে, নতুন নিয়মে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: দেশে কোটিপতি হিসাবধারীর সংখ্যা কমেছে

এদিকে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঈদের পর আর্থিক প্রতিষ্ঠান খোলার নতুন সময়সূচি নির্ধারণ

আপডেট: ০৬:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

ঈদুল আজহার ছুটির পর আগামী ১৯ জুন থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আজ বুধবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সার্কুলারে বলা হয়েছে, নতুন নিয়মে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: দেশে কোটিপতি হিসাবধারীর সংখ্যা কমেছে

এদিকে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

ঢাকা/এসএইচ