ঈদে নেক্সাস টেলিভিশনে ৭ দিনব্যাপী অনুষ্ঠান

- আপডেট: ০২:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ১০৩৮০ বার দেখা হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেক্সাস টেলিভিশন আয়োজন করেছে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানের ওপারে’ থাকছেন তারকা শিল্পীরা। ড. জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহমুদুল হাসান। গান ও আড্ডা নিয়ে থাকছেন পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন। প্রচারিত হবে ঈদের দিন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সংগীত শিল্পী অবন্তি সিঁথি গানে মাতাবেন ঈদের দ্বিতীয় দিন। ঈদের তৃতীয় দিনে গাইবেন জনপ্রিয় ফোকশিল্পী এলিজা পুতুল। বাবা খান আতাউর রহমানের লেখা সুর করা কিছু গান ও তার মা মাহবুবা রহমানের গাওয়া কিছু গান ও নিজের গাওয়া মৌলিক কিছু গানও পরিবেশন করবেন রুমানা ইসলাম।
আরও পড়ুন: ঘুষি মেরে বেশ করেছি, ও যা নোংরামি করেছে তাতে এটাই প্রাপ্য
যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘চেনা অচেনার ভীড়ে, যদি আর দেখা নাই হয়’,’ আমার থাকতো যদি পাখির মতো ডানা’, ‘আগুন জ্বালাইসনা আমার গায়’ ইত্যাদি পঞ্চম দিনে থাকছেন লালনকন্যাখ্যাত সংগীত শিল্পী বিউটি। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে সংগীতশিল্পী শবনম প্রিয়াঙ্কার পরিবেশনা দেখবেন ঈদের ষষ্ঠ দিন। এই প্রথম টেলিভিশনে দুই বোন ডলি মন্ডল ও রিতা মন্ডল একসাথে গাইবেন ঈদের সপ্তম দিন। অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হবে রাত আটটায়।
ঢাকা/টিএ