ঈদে মোটরসাইকেল পারাপারে মাওয়া ঘাটে থাকবে ফেরি

- আপডেট: ০৪:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১০৪৯৪ বার দেখা হয়েছে
ঈদুল ফিতরের সময় মোটরসাইকেল পারাপারে মাওয়া ঘাটে ফেরি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা জানেন পদ্মা সেতুতে আমরা মোটরসাইকেল অ্যালাউ করছি না। সেজন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা রেখেছি। পদ্মা সেতুর ওখানে একটি ফেরি চালু থাকবে শুধু মোটরসাইকেলগুলো পারাপারের জন্য। ডেডিকেটেডভাবে সেটি সেখানে থাকবে। এটি মাওয়া ঘাটে থাকবে।’
‘ঘরমুখো মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য বাস, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। র্যাবেরও দৃশ্যমান টহল রাখা হবে।’
আরও পড়ুন: শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক: প্রধানমন্ত্রী
যানজট নিরসনে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্থায়ী ক্যাম্প স্থাপন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে ও মনিটর করবে। মহাসড়কে হাইওয়ে পুলিশ, র্যাব, জেলা পুলিশ ও সংশ্লিষ্ট জেলা এবং গোয়েন্দা বাহিনীর সমন্বয় করে কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাস, লঞ্চ ও ট্রেন অতিরিক্ত যাত্রী বহন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবস্থা নেবেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র গাড়ি আটকানো যাবে না। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যাতে গাড়ির ফ্লো-টা কোনোক্রমেই বাধাগ্রস্ত না হয়। কোনো বাস বা ট্রাক সম্পর্কে আমাদের যদি আগে থেকেই কোনো ইনফরমেশন থাকে তবে সেই সব গাড়ি আটকানো হবে।’
ঢাকা/এসএ