০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪১৭৩ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রী বলেন, ‘কবিতা বা বিশিষ্ট লেখকদের গদ্যের বেলায় কখনো কোন সূত্র থাকে না। এমনকি আমরাও কখনো তা দেখিনি। তবে লেখাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কৃতজ্ঞতা স্কীকার করা একটি সাধারণ নিয়ম।’

তিনি আরও বলেন, ‘এতো ডামাডোলের মধ্যে সম্পূর্ণ উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এখানে যে আমরা পুরো গঠন পঠন পদ্ধতি পরিবর্তন করে শিক্ষার্থীদের আনন্দঘন শিক্ষার পরিবেশ দেওয়া হচ্ছে তা এড়িয়ে যাওয়া হচ্ছে।’

আরও পড়ুন: জানুয়ারিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৪২ জন

ডা. দীপু মনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা সারাজীবন ধারণ করবে, আত্মস্থ করবে এবং তা প্রয়োজনমতো প্রয়োগ করতে পারবে। কেননা আমরা মূল্যায়ন পদ্ধতিতেও গুণগত পরিবর্তন এনেছি। সত্যিকারের ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে যদি কোনো ভালো গঠনমূলক পরামর্শ থাকে তাহলে তা নিশ্চই আমরা গ্রহণ করবো।’

এসময় অন্যদের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২ টি ইভেন্টে ৫১২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট: ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রী বলেন, ‘কবিতা বা বিশিষ্ট লেখকদের গদ্যের বেলায় কখনো কোন সূত্র থাকে না। এমনকি আমরাও কখনো তা দেখিনি। তবে লেখাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কৃতজ্ঞতা স্কীকার করা একটি সাধারণ নিয়ম।’

তিনি আরও বলেন, ‘এতো ডামাডোলের মধ্যে সম্পূর্ণ উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এখানে যে আমরা পুরো গঠন পঠন পদ্ধতি পরিবর্তন করে শিক্ষার্থীদের আনন্দঘন শিক্ষার পরিবেশ দেওয়া হচ্ছে তা এড়িয়ে যাওয়া হচ্ছে।’

আরও পড়ুন: জানুয়ারিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৪২ জন

ডা. দীপু মনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা সারাজীবন ধারণ করবে, আত্মস্থ করবে এবং তা প্রয়োজনমতো প্রয়োগ করতে পারবে। কেননা আমরা মূল্যায়ন পদ্ধতিতেও গুণগত পরিবর্তন এনেছি। সত্যিকারের ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে যদি কোনো ভালো গঠনমূলক পরামর্শ থাকে তাহলে তা নিশ্চই আমরা গ্রহণ করবো।’

এসময় অন্যদের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২ টি ইভেন্টে ৫১২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

ঢাকা/টিএ