০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

উৎপাদন বন্ধ হয়ে গেল সামিট পাওয়ারের পাঁচ বিদ্যুৎকেন্দ্রের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪৮০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের আরও দুটি বিদ্যুৎকেন্দ্র—জাঙ্গালিয়া (গ্যাসভিত্তিক ৩৩ মেগাওয়াট) এবং মদনগঞ্জ (এইচএফও-ভিত্তিক ১০২ মেগাওয়াট)—উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুসারে, গ্যাসের অভাব, চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে চাহিদা না পাওয়ার কারণে এই বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ হয়েছে।

বন্ধ কেন্দ্রগুলোর মধ্যে চারটি গ্যাসভিত্তিক এবং একটি এইচএফও-ভিত্তিক। এছাড়া, বাকি তিনটি কেন্দ্র হলো—আশুলিয়া (গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট), মাধবদী (ইউনিট-১, গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট) এবং চান্দিনা (ইউনিট-১, গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট)।

আশুলিয়া, মাধবদী ও চান্দিনা কেন্দ্রগুলোর চুক্তির মেয়াদ গত বছরের ৩১ আগস্ট শেষ হয়েছে। ২০২৮ সালের ২১ নভেম্বর পর্যন্ত নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে এসব চুক্তি নবায়ন করা হলেও, গ্যাসের অভাবের কারণে এগুলো চালু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মর্যাদাপূর্ণ ব্লুমবার্গ টেকসই উন্নয়ন তালিকায় যুক্ত হলো পুঁজিবাজারের ১০ প্রতিষ্ঠান

জাঙ্গালিয়া বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ চলতি বছরের ২৪ জুন শেষ হয়েছে। বিপিডিবি কেন্দ্রটির উৎপাদন পুনরায় শুরু করার কিংবা চুক্তি নবায়নের কোনো উদ্যোগ নেয়নি।

মদনগঞ্জ কেন্দ্রের চুক্তিও চলতি বছরের ২২ মার্চ শেষ হয়। যদিও এটি ১ মে থেকে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট চুক্তির আওতায় চালু রাখা হয়েছিল। কিন্তু আগস্টের মাঝামাঝি থেকে বিপিডিবি চাহিদা পাঠানো বন্ধ করার পর কেন্দ্রটি বর্তমানে বন্ধ রয়েছে।

কোম্পানির ১৫টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির সচিব স্বপন কুমার পাল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

উৎপাদন বন্ধ হয়ে গেল সামিট পাওয়ারের পাঁচ বিদ্যুৎকেন্দ্রের

আপডেট: ০৫:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের আরও দুটি বিদ্যুৎকেন্দ্র—জাঙ্গালিয়া (গ্যাসভিত্তিক ৩৩ মেগাওয়াট) এবং মদনগঞ্জ (এইচএফও-ভিত্তিক ১০২ মেগাওয়াট)—উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুসারে, গ্যাসের অভাব, চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে চাহিদা না পাওয়ার কারণে এই বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ হয়েছে।

বন্ধ কেন্দ্রগুলোর মধ্যে চারটি গ্যাসভিত্তিক এবং একটি এইচএফও-ভিত্তিক। এছাড়া, বাকি তিনটি কেন্দ্র হলো—আশুলিয়া (গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট), মাধবদী (ইউনিট-১, গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট) এবং চান্দিনা (ইউনিট-১, গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট)।

আশুলিয়া, মাধবদী ও চান্দিনা কেন্দ্রগুলোর চুক্তির মেয়াদ গত বছরের ৩১ আগস্ট শেষ হয়েছে। ২০২৮ সালের ২১ নভেম্বর পর্যন্ত নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে এসব চুক্তি নবায়ন করা হলেও, গ্যাসের অভাবের কারণে এগুলো চালু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মর্যাদাপূর্ণ ব্লুমবার্গ টেকসই উন্নয়ন তালিকায় যুক্ত হলো পুঁজিবাজারের ১০ প্রতিষ্ঠান

জাঙ্গালিয়া বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ চলতি বছরের ২৪ জুন শেষ হয়েছে। বিপিডিবি কেন্দ্রটির উৎপাদন পুনরায় শুরু করার কিংবা চুক্তি নবায়নের কোনো উদ্যোগ নেয়নি।

মদনগঞ্জ কেন্দ্রের চুক্তিও চলতি বছরের ২২ মার্চ শেষ হয়। যদিও এটি ১ মে থেকে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট চুক্তির আওতায় চালু রাখা হয়েছিল। কিন্তু আগস্টের মাঝামাঝি থেকে বিপিডিবি চাহিদা পাঠানো বন্ধ করার পর কেন্দ্রটি বর্তমানে বন্ধ রয়েছে।

কোম্পানির ১৫টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির সচিব স্বপন কুমার পাল।

ঢাকা/এসএইচ